শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৪৩ অপরাহ্ন

শিরোনাম ::
হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সুখবর জুমার খুতবা চলাকালে নামাজ পড়া যায়? কুমড়ার বীজ অতিরিক্ত খেলে হতে পারে যেসব বিপদ মেয়েদের খেলায় ট্রান্সজেন্ডারদের নিষিদ্ধ করলেন ট্রাম্প হবিগঞ্জে ব্যবসায়ী নিহতের ঘটনায় আটক ৫ সারাদেশে হামলা ভাঙচুরের যত ঘটনা একুশে পদক পাচ্ছেন ১৪ বিশিষ্টজন ও জাতীয় নারী ফুটবল দল এ বয়সে আমি কি বেডসিন করব: বাপ্পারাজ কমলগঞ্জে শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার রোজার পণ্যে ভরপুর বাজারে দামও কম ‘স্বপ্ন ছিল ছেলে ইঞ্জিনিয়ার হবে, আমি হবো ইঞ্জিনিয়ারের মা’ ‘যাই হোক না কেন, আমরা গাজা ছেড়ে যাব না’ বিশ্বজুড়ে হইচই ফেলা ডিপসিক এবার বিধিনিষেধের কবলে শেখ মুজিবের ভাঙা বাড়ি থেকে যে যা পারছেন নিয়ে যাচ্ছেন সিলেটে বিমানবন্দরে ১১ কেজি স্বর্ণসহ আটক ২

‘জয়া-সৃজিতের সম্পর্ক পুরোনো, এসব নিয়ে ঝামেলা করি না’

image 694798 1689081885 - BD Sylhet News




বিনোদন ডেস্ক : কলকাতার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে জয়া আহসানের প্রেম নিয়ে গুঞ্জন ছিল। নির্মাতার দুটি সিনেমায় অভিনয় করেছেন জয়া। তখন থেকেই এই গুঞ্জন। পরে সৃজিত বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী মিথিলাকে বিয়ে করেন।

২০১৮ সালের পর আর সৃজিতের সঙ্গে কাজ হয়নি জয়ার। দীর্ঘদিন পর এ মাসে সৃজিত ঘোষণা দিয়েছেন, তার নতুন সিনেমা ‘দশম অবতার’-এ প্রসেনজিৎ, অনির্বাণ ও যীশুর পাশাপাশি জয়াকেও দেখা যাবে। এ ঘোষণার পর সৃজিত-জয়ার পুরোনো সম্পর্ক আবারও সামনে আসে। বিষয়টি নিয়ে সম্প্রতি কথা বলেছেন সৃজিতপত্নী অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা।

হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে মিথিলা এ ‍দুজনের সম্পর্ক নিয়ে বিস্তারিত কথা বলেন। মিথিলাকে প্রশ্ন করা হয়, ‘সৃজিতের দশম অবতার-এ জয়া আহসান অভিনয় করেছেন। একসময় তাদের নিয়েও অনেক কথা শোনা যেত, আবার একসঙ্গে কাজ করছেন তারা, কী বলবেন?’ জবাবে মিথিলা বলেন, ‘সে তো কতজনের সঙ্গেই কত কিছু শোনা গেছে। সবাইকে বাদ দিলে কাজের জন্য আর কাউকে পাবে না। পুরোনো কারও সঙ্গে সম্পর্ক থাকতেই পারে, তবে আর কাজ করবেন না, সেটা তো নয়। কাজ তো কাজই। জয়া আপাকে অনেক আগে থেকে চিনি, সৃজিতেরও আগে। যদি ঝামেলা করি, তাহলে তো কাজই হবে না। আমি এসব নিয়ে ঝামেলা করি না, করবও না।’

অতীত নয়, বর্তমানকেই প্রাধান্য দেন মিথিলা।

এরই মধ্যে সৃজিতের সঙ্গে বিয়ের তিন বছর হয়ে গেছে। এখন এই সম্পর্ক বেশ শক্তিশালী বলেও জানালেন মিথিলা। বলেন, এসব নিয়ে রাগ করে কী করব? এতে কার কী লাভ? কারো কোনো লাভ হয় না। আমি তো কারো অতীত বদলাতে পারব না, এ নিয়ে রাগ করে লাভ নেই। তার থেকে বরং বর্তমানে ভালো থাকি।

শেয়ার করুন...














বিডি সিলেট নিউজ মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৫
Design & Developed BY Cloud Service BD