রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৫:১৯ অপরাহ্ন
বিডিসিলেট ডেস্ক : পর্তুগালে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় ৩ পর্তুগীজ নাগরিক আহত হয়েছেন বলে জানা গেছে। গত শনিবার দেশটির সান্তারাইম জেলার ইনট্রোকামেন্টো শহরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের দক্ষিণ বালুখন্ড গ্রামে শাহিনুর রহমান (২৭) এবং মাদারীপুর জেলার রাজৈর থানার ইব্রাহীম আখন্দ (৪১)।
দেশটির পুলিশ জানিয়েছে, শনিবার সন্ধ্যায় কাজ শেষে কোম্পানির গাড়িতে করে বাসায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাদের হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২ বাংলাদেশির মৃত্যু হয়। এছাড়া ১ জন পর্তুগীজ নাগরিককে উন্নত চিকিৎসার জন্য লিসবনের পাঠানো হয়েছে। বাকি ২ পর্তুগীজ নাগরিককে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
নিহত দুই প্রবাসীর মরদেহ সান্তারাইম সেন্ট্রাল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বর্তমানে তাদের মরদেহ দেশে পাঠানোর জন্য স্থানীয় প্রশাসনের সঙ্গে বাংলাদেশ দূতাবাস এবং লিসবনের কমিউনিটির নেতাদের নিয়ে যোগাযোগ করা হচ্ছে। তাদের মৃত্যুতে পর্তুগালের বাংলাদেশ কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।