BD SYLHET NEWS
সিলেটবুধবার, ৯ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:০৭
আজকের সর্বশেষ সবখবর

হজে গিয়ে নিখোঁজ ৩ বাংলাদেশির সন্ধান মেলেনি


জুলাই ৯, ২০২৩ ৯:২৬ অপরাহ্ণ
Link Copied!

খলিল চৌধুরী, সৌদি আরব থেকে : চলতি বছর পবিত্র হজ পালন করতে এসে আরাফায় নিখোঁজ ৩ বাংলাদেশির সন্ধান মেলেনি। নিখোঁজের দশদিন পার হয়ে গেলেও তাদের কোনো খোঁজ দিতে পারেনি স্থানীয় প্রশাসন।

নিখোঁজরা হলেন, মুন্সি সিরাজুল ইসলাম, মোহাম্মদ ইউচুফ আলী আকন ও মোহাম্মদ হাফিজুর রহমান।

জানা যায়, গত ২৭ জুন ফরজ নামাজের পরপর হজ পালনের জন্য মিনা থেকে আরাফা যাবার পর থেকে তাদের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

মক্কায় অবস্থিত বাংলাদেশ হজ কাউন্সিল জহিরুল ইসলাম বলেন, ‘চলতি বছর হজে বিভিন্ন এজেন্সির দেওয়া তথ্য মতে প্রায় ১৭ হাজি নিখোঁজ ছিলেন। আমরা হজ মিশনের টিম বিভিন্ন হাসপাতালে গিয়ে ১৪ জনের খোঁজ পাই। তারা আমাদের হেফাজতে রয়েছেন।’

তিনি আরও জানান, দশ দিন ধরে নিখোঁজ ৩ বাংলাদেশিকে উদ্ধারে প্রতিদিন হজ মিশনের টিম মক্কার বিভিন্ন হাসপাতালে খোঁজ নিচ্ছে। মক্কা নগরীর তিনটি হাসপাতালে আরও ২০ বাংলাদেশি হাজি চিকিৎসাধীন আছেন। নিখোঁজ হাজিদের উদ্ধারের চেষ্টা চলছে।

নিখোঁজ তিন হাজির মধ্যে মুন্সি সিরাজুল ইসলামের বাড়ি রাজধানী ঢাকা উত্তরায়, মোহাম্মদ ইউচুফ আলী আকনের বাড়ি গাইবান্ধায় ও মোহাম্মদ হাফিজুর রহমানের বাড়ি সিরাজগঞ্জে।

চলতি বছরের পবিত্র হজ পালন করতে এসে এ পর্যন্ত সৌদি আরবের মক্কা, মদিনা, জেদ্দা, মিনা, মুযদালিফা ও আরাফায় ৯৩ জন বাংলাদেশি মারা গেছেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।