রবিবার, ০৩ নভেম্বর ২০২৪, ০৯:৩৫ অপরাহ্ন
বিডিসিলেট প্রতিবেদক :: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটের রেজিস্টারি মাঠে ‘তারুণ্যের জয়যাত্রা’ সমাবেশে করছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। ইতোমধ্যে তিনি মঞ্চে উঠেছেন।
রোববার (৯ জুলাই) বেলা সাড়ে চারটার দিকে তিনি মঞ্চে তার আসন গ্রহণ করেন। এছাড়া যুবলীগের সমাবেশে উপস্থিত হয়েছেন সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ও সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব।
এছাড়া তারুণ্যের জয়যাত্রার সমাবেশে বিশেষ অতিথি রয়েছেন তারা হলেন আওয়ামী লীগের জেলা ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহানগর সাধারণ সম্পাদক জাকির হোসেন, জেলা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পাপন, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল আলম জোয়ারদার সৈকত, সাংগঠনিক সম্পাদক রেজাউল কবির, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদসহ অন্যরা।