শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:১২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : কানাইঘাট উপজেলার নয়ামাটি পাহাড় গ্রামের তাবারক আলীর পুত্র সিলেট জেলা ছাত্রদলের আইন বিষয়ক সম্পাদক আলী হোসাইন কে বিগত ২৩/১২/২০১৮ ইং তারিখে কানাইঘাটের গাছবাড়ি বাজার থেকে নির্বাচনী প্রচারণা শেষে সিলেটের বাসায় ফেরার পথে আনুমানিক রাত ১১ ঘটিকার সময় শহরতলীর মুরাদপুর বাজার হতে কতিপয় সাদা পোষাকধারী আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার করে বলে তার পরিবারের পক্ষ থেকে জোর দাবি জানানো হয়। কিন্তু এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোন গ্রেফতারের অভিযোগ পাওয়া যায়নি।
অবশেষে বিগত ২৬/১২/২০১৮ ইং তারিখে ছাত্রদল নেতা আলী হোসাইনকে বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখিয়ে শাহপরান থানায় হস্তান্তর করা হয়। ঘটনার বিষয়ে ছাত্রদল নেতা আলী হোসাইনের পরিবারের সাথে যোগাযোগ করা হলে তারা বলেন, তাকে অন্যায় ভাবে কোন মামলা ছাড়াই গ্রেফতার করে পূর্বের একটি মামলায় গ্রেফতার দেখানো হয়। তারা আরো বলেন, স্থানীয় আওয়ামীলীগ নেতা কর্মীদের হস্তক্ষেপে তাকে গ্রেফতার করে অমানুষিক নির্যাতন করা হয়। তারা এ বিষয়ে উর্দতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।