বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৭:০৮ পূর্বাহ্ন

শিরোনাম ::
সিলেটে তৃণমূল বিএনপির ১৮ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ শিক্ষাক্রম নিয়ে ফেসবুকে সমালোচনা, ৪ শিক্ষক গ্রেফতার জামালগঞ্জে নিষিদ্ধ জাল পুড়ালো উপজেলা প্রশাসন সিলেটে মাদক মামলায় তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন: শফিক চৌধুরী লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৪৩ বাংলাদেশি সুনামগঞ্জে স্ত্রীকে খুনের দায়ে স্বামীর মৃত্যুদণ্ড আ. লীগ আবারও বিজয়ী হয়ে সরকার গঠন করবে: আশাবাদী পররাষ্ট্রমন্ত্রী বুধ ও বৃহস্পতিবার অবরোধ, হরতাল সফলে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল সিলেটে বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষাবৃত্তি চেক বিতরণ সম্পন্ন শ্রী শ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশন সিলেট বিভাগের উদ্যোগে শুভ নবান্ন উৎসব ১লা ডিসেম্বর হবিগঞ্জে চলন্ত ট্রাকে আগুন দিলো দুর্বৃত্তরা সুনামগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হবেন সেলিম আহমেদ মোমেনের সঙ্গে প্রার্থী হচ্ছেন মিসবাহ দুই ম্যাচের দায়িত্ব পেয়ে ‘ধোনি’র মতো অধিনায়ক হতে চান শান্ত




মধ্যযুগীয় কায়দায় সিলেটে কাজের মেয়েকে নির্যাতন, পলাতক নার্স

Screenshot 20230704 190921 Gallery - BD Sylhet News




বিডি সিলেট ডেস্ক:: সিলেটে কাজের মেয়েকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। নির্যাতনকারী ওসমানী মেডিকেল কলেজ হাসপতালের একজন সেবিকা। তার নাম শাহনাজ আক্তার সাবিহা। তার স্বামীর নাম পলাশ মিয়া (৩৫)। তিনি এবং শাহনাজের বোন রেহেনা আক্তার রুমিও ওই কাজের মেয়েকে প্রতিদিন বেধড়ক মারপিট ও গরম খুন্তি দিয়ে স্যাকা দিতেন বলে তার বাবা অভিযোগে উল্লেখ করেন। অভিযোগ দায়েরের পর থেকে তিনি পলাতক।

কাজের মেয়েটির নাম মোছা. জান্নাত। বয়স মাত্র ১৩ বছর। তার বাবার নাম মো. জাকির হোসেন। মেয়ের বিরুদ্ধে এমন অমানবিক নির্যাতনের অভিযোগে তিনি সোমবার সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানায় মামলা  দায়ের করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ওসি মোহাম্মদ আলী মাহমুদ।

মামলা সূত্রে জানা গেছে, ওসমানী মেডিকেলের নার্স শাহনাজ ও মো. জাকির হোসেনের বাড়ি গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের চৈলাখেল গ্রামে। মাত্র ১৫শ’ টাকা বেতনে ঘরের কাজের জন্য তাকে নিয়েছিলেন শাহনাজ। এরপর ভাত বেশী খাওয়াসহ নানা তুচ্ছ কারণে জান্নাতকে শারীরিক নির্যাতন করতেন শাহনাজ তার স্বামী ও বোন। ভয়ে মেয়েটি এতদিন মুখ খুলেনি।

দেড় বছর ধরে শাহনাজ জান্নাতকে তার বাড়িতে যেতে দেননি। এবার ঈদুল আজহার ছুটিতে নিজে বাবার বাড়িতে বেড়াতে গেলে জান্নাতকেও সাথে নিয়েছিলেন। তখন সে তার মা বাবাকে ঘটনা খুলে বলে। এরপরই তার বাবা জাকির মামলা দায়েরের সিদ্ধান্ত নেন।

কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ জানান, কাজের মেয়েকে নির্যাতনের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তার শরীরে বেশ কিছু আঘাতের চিহ্ন রয়েছে। সে হাসাপতালে চিকিৎসাধীন। এ নির্যাতনের ঘটনায় মামলা দায়েরের পর থেকে অভিযুক্তদের খুঁজছে পুলিশ। তারা পলাতক রয়েছেন।’

শেয়ার করুন...











বিডি সিলেট নিউজ মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৩
Design & Developed BY Cloud Service BD