বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম ::
আমাদের সফল হতেই হবে : জাতির উদ্দেশে ভাষণে প্রধান উপদেষ্টা ডিএমপির সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়া আটক জনতার পুলিশ হিসেবে কাজ করে যেতে চাই:- এসএমপি পুলিশ কমিশনার মোদিকে কটাক্ষ করা মালদ্বীপের দুই মন্ত্রীর পদত্যাগ বোনের বিয়েতে সাই পল্লবীর নাচ, মুগ্ধ ভক্তরা মাধবপুরে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেফতার বন্ধ করে দেওয়া হয়েছে সব ‘আয়নাঘর’: ড. ইউনূস সংস্কারের জন্য ছয় বিশিষ্টজনের নেতৃত্বে ছয় কমিশন: ড. ইউনূস তিন সপ্তাহের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে: জ্বালানি উপদেষ্টা ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে মামলা দোয়ারাবাজার সীমান্তে ২৭৫ কেজি ইলিশ জব্দ যেসব বিদেশি নেতা ভারতে রাজনৈতিক আশ্রয় পেয়েছিলেন সিলেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু সিলেট অনলাইন প্রেসক্লাবের নতুন সদস্য পদে দরখাস্ত আহ্বান দিনে কত সময় স্বামী-স্ত্রীর একসঙ্গে কাটানো উচিত?




সাদাপাথরে নিখোঁজ যুবকের ২৪ ঘণ্টা পরও মিলেনি সন্ধান

759197 124 - BD Sylhet News




বিডিসিলেট প্রতিবেদক : সিলেটের কোম্পানীগঞ্জের পর্যটনকেন্দ্র সাদাপাথরে বেড়াতে গিয়ে নিখোঁজ আবদুস সালাম (২৩) নামের এক যুবক পানির স্রোতে ২৪ ঘণ্টা পরও উদ্ধার হননি। গতকাল রোববার বেলা আড়াইটার দিকে সাদাপাথর এলাকায় বেড়াতে গিয়ে সাঁতার কাটতে নেমে নিখোঁজ হন যুবক। ফায়ার সার্ভিস, পুলিশসহ স্থানীয় লোকজন তাকে উদ্ধারে কাজ করছেন।

নিখোঁজ আবদুস সালাম (২৩) ঢাকার মিরপুর এলাকার মরহুম আবুল কালামের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকার মিরপুর থেকে ছয় বন্ধু মিলে সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথর পর্যটনকেন্দ্রে বেড়াতে আসেন। দুপুরের দিকে সিলেটে পৌঁছে তারা পানিতে নামেন। বেলা আড়াইটার দিকে পানিতে সাতার কাটতে গিয়ে প্রবল স্রোতে তলিয়ে যান সালাম। এ সময় বন্ধুদের চিৎকারে আশপাশের মানুষ এগিয়ে আসেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, স্থানীয় প্রশাসন ও পুলিশ উদ্ধার তৎপরতা শুরু করে। গতকাল সন্ধ্যা পর্যন্ত উদ্ধার তৎপরতা চালিয়ে সালামের সন্ধান পাওয়া যায়নি।

সালামের সঙ্গে আসা বন্ধু মো. সাজ্জাদ হোসেন জানান, তারা সবাই পানিতে নেমেছিলেন। তাদের মধ্যে সালাম কিছুটা গভীরে চলে গিয়েছিলেন। একপর্যায়ে সালাম পানির স্রোতে তলিয়ে যান। সালাম পেশায় ব্যবসায়ী বলে জানান সাজ্জাদ হোসেন।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের বারবার ঝুঁকিপূর্ণ স্থানে পানিতে না নামতে সতর্ক করা হচ্ছে। পর্যটনকেন্দ্রে স্বেচ্ছাসেবীরা কাজ করছেন। গতকাল পানিতে তলিয়ে যাওয়া তরুণকে উদ্ধারে তৎপরতা চলমান রয়েছে। ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও ওই তরুণকে উদ্ধার করা সম্ভব হয়নি।

কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায় বলেন, পুলিশের পাশাপাশি ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও সন্ধান চালানো হচ্ছে। নিখোঁজ তরুণের বন্ধুরাও সেখানে অবস্থান করছেন। এ ছাড়া স্বজনেরাও এসেছেন।

ইউএনও নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং বলেন, উদ্ধার অভিযান চলছে। এখনো হারিয়ে যাওয়া পার্যটককে খোঁজে পাওয়া যায়নি।

শেয়ার করুন...











বিডি সিলেট নিউজ মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৪
Design & Developed BY Cloud Service BD