বুধবার, ০৩ মার্চ ২০২১, ১১:৫২ অপরাহ্ন
জকিগঞ্জ প্রতিনিধি::জকিগঞ্জের কালিগঞ্জে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা সোমবার বিকেলে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মানিকপুর ইউনিয়নের চেয়ারম্যান মাহতাব হোসেন চৌধুরী। সাব ইন্সপেক্টর আহসান রাজার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. আব্দুন নাসের। বিশেষ অতিথি হিসেবে ওসি (তদন্ত) সুুুুশংকর পাল, সাবেক ইউনিয়ন চেয়ারম্যান আবু জাফর মো. রায়হান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিলন চৌধুরী, উপজেলা শ্রমিকলীগের সভাপতি সজল বর্ম্মন, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল আমিন সুমন, জেলা ছাত্রলীগের সাবেক মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক সাবেল মো. রেজা, উপজেলা ছাত্রলীগ সহ সভাপতি বাবর হোসাইন চৌধুরী, সাধারণ সম্পাদক মো. মোস্তুফা উদ্দিন ও উপজেলা ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক আশরাফুল আলম রাহাত সহ অনেকেই উপস্থিত ছিলেন। বক্তারা এলাকার আইনশৃঙ্খলা রক্ষা ও মাদক নির্মূলে সকলে দৃপ্ত শপথে এগিয়ে যাবে মর্মে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাঁর বক্তব্যে বলেন,অত্যাচারিত, নিপিড়িত, নির্যাতিত মানুষের পাশে থাকবে জকিগঞ্জ থানা পুলিশ। মাদক সহ সকল অপরাধ নির্মূলে তিনি সবার সহযোগিতা কামনা করেন।