বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩, ০৬:০২ পূর্বাহ্ন
বিডিসিলেট ডেস্ক : মধ্যপ্রাচ্যের দেশ কাতারে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে। আজ বুধবার স্থানীয় সময় ভোর ৫টা ১ মিনিটে কাতারের ৫৯০টি ঈদগাহ ও মসজিদে একই সময় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
চতুর্থ বারের মতো প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ এমএইচএম স্কুল অ্যান্ড কলেজ মাঠে আলাদা ঈদের জামাতের আয়োজন করে বাংলাদেশ দূতাবাস।
ঈদ জামাতে উপস্থিত ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম, দূতাবাসের ডিফেন্স এ্যাটাচি ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন, মিনিস্টার শ্রম ডক্টর মুহাম্মদ মুস্তাফিজুর রহমানসহ স্কুল অ্যান্ড কলেজের ডাইরেক্ট, শিক্ষক, দূতাবাস কর্মকর্তা ও বাংলাদেশ কমিউনিটির নেতা এবং প্রবাসী বাংলাদেশিরা।
নামাজ শেষে একে অন্যের সঙ্গে কোলাকুলি করেন প্রবাসী বাংলাদেশিরা।