শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:২৮ অপরাহ্ন

শিরোনাম ::
শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সুখবর জুমার খুতবা চলাকালে নামাজ পড়া যায়? কুমড়ার বীজ অতিরিক্ত খেলে হতে পারে যেসব বিপদ মেয়েদের খেলায় ট্রান্সজেন্ডারদের নিষিদ্ধ করলেন ট্রাম্প হবিগঞ্জে ব্যবসায়ী নিহতের ঘটনায় আটক ৫ সারাদেশে হামলা ভাঙচুরের যত ঘটনা একুশে পদক পাচ্ছেন ১৪ বিশিষ্টজন ও জাতীয় নারী ফুটবল দল এ বয়সে আমি কি বেডসিন করব: বাপ্পারাজ কমলগঞ্জে শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার রোজার পণ্যে ভরপুর বাজারে দামও কম ‘স্বপ্ন ছিল ছেলে ইঞ্জিনিয়ার হবে, আমি হবো ইঞ্জিনিয়ারের মা’ ‘যাই হোক না কেন, আমরা গাজা ছেড়ে যাব না’ বিশ্বজুড়ে হইচই ফেলা ডিপসিক এবার বিধিনিষেধের কবলে শেখ মুজিবের ভাঙা বাড়ি থেকে যে যা পারছেন নিয়ে যাচ্ছেন

রোটারি মানবকল্যাণে বিস্ময়কর ভূমিকা রেখে চলেছে:- পিডিজি শহীদ আহমদ চৌধুরী

IMG 20230626 WA0020 - BD Sylhet News




বিডি সিলেট ডেস্ক:: পিডিজি শহীদ আহমদ চৌধুরী বলেছেন, রোটারি পুরো বিশ্বে মানবকল্যাণে বিস্ময়কর ভূমিকা রেখে চলেছে। মানুষের মৌলিক নিশ্চিত করার জন্য রোটারি প্রতিবছরই বিভিন্ন কর্মসূচি হাতে নিয়ে থাকে। শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি-চিকিৎসা-স্বাস্থ্যসেবা থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে রোটারির অনবদ্য অবদান শতাব্দীর সেরা আশীর্বাদ। একটি আলোকিত পৃথিবী নির্মাণে রোটারির প্রতি বছরের কর্মসূচি নতুন দিগন্তের সূচনা করবে।

রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩২৮২-এর উদ্যোগে ২০২৩-২০২৪ রোটারি বর্ষ উপলক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সোমবার (২৬ জুন) দুপুরে সিলেটের একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় ডিস্ট্রিক্ট গভর্ণর ইঞ্জিনিয়ার মতিউর রহমানের পক্ষে। ডিস্ট্রিক্ট গভর্নর ইঞ্জিনিয়ার মতিউর রহমানের পক্ষে ডিস্ট্রিক্ট চেয়ার এডভোকেট আব্দুল ওয়াছেহ চৌধুরী জুবের ২০২৩-২০২৪ রোটারি বর্ষের বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন।

এতে রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩২৮২ এর নেতৃবৃন্দ এবং সিলেটের বিভিন্ন ক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এরিয়া ডিরেক্টর পিপি এ কে এম শামসুল হক দীপু, জোনাল কো- অর্ডিনেটর পিপি এ এইচ আর রব্বানি, জোনাল কো- অর্ডিনেটর কাওছার হোসেন শাহিন, জোনাল কো- অর্ডিনেটর মোঃ আমিনুল ইসলাম, রোটারিয়ান হানিফ মোহাম্মদ, রোটারিয়ান ফয়সল করিম মুন্না, রোটারিয়ান সাহেদ হোসাইন রোটারিয়ান মোঃ মাসুম চৌধুরী, রোটারিয়ান মঞ্জুর আল বাসেত, রোটারিয়ান ফুয়াদ মোঃ খাইরুল ইসলাম, রোটারিয়ান হাসান কবির চৌধুরী, রোটারিয়ান মামুনুর রশিদ, রোটারিয়ান এডভোকেট আজিম উদ্দিন, রোটারিয়ান মোঃ আতিকুর রেজা চৌধুরী, রোটারিয়ান আলমগীর হোসেন, রোটারিয়ান মোঃ মকসুদুর রহমান, রোটারিয়ান মোঃ মওদুদ আহমদ,রোটারিয়ান ফুয়াদ মোঃ খায়রুল ইসলাম, রোটারিয়ান আব্দুল মুহিত দিদার প্রমুখ।

শেয়ার করুন...














বিডি সিলেট নিউজ মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৫
Design & Developed BY Cloud Service BD