BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৩:৩৬
আজকের সর্বশেষ সবখবর

রেডমি ১২সি: জি৮৫ প্রসেসরের নতুন স্মার্টফোন


জুন ২৫, ২০২৩ ৭:১১ অপরাহ্ণ
Link Copied!

তথ্যপ্রযুক্তি ডেস্ক : শাওমি বাংলাদেশের বাজারে নতুন স্মার্টফোন রেডমি ১২সি উন্মোচন করেছে। এই স্মার্টফোনে আছে ২.০ গিগাহার্জের মিডিয়াটেক জি৮৫ অক্টা-কোর প্রসেসর এবং মালি-জি৫২ গেমিং জিপিইউ। এর পাশাপাশি ৬ জিবি এলপিডিডিআর৪এক্স র‍্যাম ডিভাইসটিতে অসাধারণ গেমিং অভিজ্ঞতা দেবে।

শক্তিশালী ৫০০০ এমএএইচ ব্যাটারি নিশ্চিত করবে সারাদিনের নিরবচ্ছিন্ন কর্মক্ষমতা। রেডমি ১২ সিরিজের সর্বশেষ ফোনগুলোতে রয়েছে ১০ওয়াট ফাস্ট চার্জিং। এর বক্সে থাকা ১০ওয়াটের চার্জার ব্যবহারকারীদের খুব অল্প সময়েই ফোনটি চার্জ করতে সাহায্য করবে।

রেডমি ১২সি স্মার্টফোনে আছে অসাধারণ ৬.৭১ ইঞ্চির এইচডিপ্লাস ডিসপ্লে। যার রেজ্যুলেশন ১৬৫০*৭২০ পিক্সেল।

এতে দেয়া হয়েছে শক্তিশালী এআই ডুয়াল ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা। ফোনটি দিয়ে স্বল্প আলোতেও ব্যবহারকারীরা মানসম্পন্ন ছবি তুলতে পারবেন। সেলফি নিতে ফোনটির সামনে রয়েছে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।

গ্রাফাইট গ্রে, ওশান ব্লু এবং মিন্ট গ্রিন – এই তিন স্টাইলিশ কালারে রেডমি ১২সি সারা দেশে শাওমির অথোরাইজড স্টোর, পার্টনার স্টোর এবং রিটেইল চ্যানেলে স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে। ফোনটির ৬জিবি+১২৮জিবি ভ্যারিয়েন্টটির দাম ১৫ হাজার ৯৯৯ টাকা।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।