শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩০ অপরাহ্ন

শিরোনাম ::
শাহপরান (রহ.) মাজারে যেসব কাজ নিষিদ্ধ হলো বঙ্গবন্ধু সেতুতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ আমার বাবার হ’ত্যা’কা’রী’দে’র ক্ষ’মা করা হবে না : মাসুদ সাঈদী ভূমিকম্পে কেঁপে উঠল রংপুর শনিবার ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায় নবনির্বাচিত সিলেট অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দকে খন্দকার মুক্তাদিরের অভিনন্দন সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার, সাধারণ সম্পাদক সাইফুর নির্বাচিত সেন্টমার্টিনে যেতে রেজিস্ট্রেশন করতে হবে, এমন সিদ্ধান্ত নেয়নি পরিবেশ মন্ত্রণালয় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে অস্ত্র ও মাদক উদ্ধার ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফাহিম আহমেদ সড়ক দুর্ঘটনায় নি.হ.ত বন্যার্তদের পাশে আলোকচিত্রী আসাদ রাসেল দেশের বিভিন্ন স্থানে পালিত হচ্ছে ‘শহীদী মার্চ’ সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘শহীদি মার্চ’ পালিত ভারত এত দিন বাংলােদেশের অধিকার নিয়ে ছিনিমিনি খেলেছে: মামুনুল হক হবিগঞ্জে ছাত্র আন্দোলনে শ্রমিক হত্যার ঘটনায় যুবক আটক




হবিগঞ্জের নদী-খালবিল গিলছে ৬০০ দখলবাজ

1687689633.BeFunky - BD Sylhet News




বিডিসিলেট ডেস্ক : পুরো জেলায় নদী আছে ছোট বড় মিলিয়ে আটটি; সরকারি জলাশয়-খালবিল আছে পঞ্চাশের বেশি। কিন্তু এসবের কোনোটিই এখন দখলের বাইরে নেই। ৬০০ দখলবাজ প্রতিনিয়ত গিলে খাচ্ছে এসব নদী জলাশয়-খালবিল।

অভিযোগ আছে, ৬০০ দখলবাজের মধ্যে ব্যক্তি সংখ্যা বেশি। তা ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানও এসব নদী-জলাশয় দখল করে রেখেছেন। এদের তালিকা নদীরক্ষা কমিশনে থাকলেও আইন প্রয়োগ নেই। ফলে দখলদারদের সাহস আকাশ সমান উঁচু হয়েছে।

হবিগঞ্জের আটটি নদীর দখল ধরে রেখেছে তালিকাভুক্ত ২৩৮ ব্যক্তি-প্রতিষ্ঠান। জলাশয়-খালবিলগুলোর দখল ৩৬২ ব্যক্তি-প্রতিষ্ঠানের হাতে।

নদীরক্ষা কমিশনের সূত্র বলছে, হবিগঞ্জ শহরের পুরাতন খোয়াই নদী দখল করেছে ১০১ জন। তা ছাড়া খোয়াই নদী ১১; নবীগঞ্জ উপজেলার কুশিয়ারা ৯, ডেবনা ১৯, বিবিয়ানা ৫৪, শাখা বরাক ১১, মাধবপুর উপজেলার কাস্টি নদীতে ৬ ও চুনারুঘাটের খোয়াই নদীতে স্থাপনা নির্মাণ করে রেখেছে ২৩ ব্যক্তি এবং প্রতিষ্ঠান।

এসব নদীতে টিনের ঘর, আধাপাকা ঘর, মুদি দোকানসহ নানা ধরণের স্থাপনা রয়েছে। নদীরক্ষা কমিশনের প্রণীত তালিকায় এসব স্থাপনার কথা উল্লেখ আছে বলে সূত্রটি জানায়।

সরেজমিনে দেখা গেছে, দখলদারদের মধ্যে রয়েছেন জনপ্রতিনিধি, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি, আইনজীবী এবং শিক্ষা, ধর্মীয় ও সেবাদানকারী প্রতিষ্ঠান।

অন্যদিকে ৩৬২ ব্যক্তি প্রতিষ্ঠান সরকারি অর্ধশত জলাশয়-খালবিল দখল করে রাখায় সরকার থেকে রাজস্ব পাচ্ছে না। কিন্তু দখলদাররা নিজের মুনাফা মাছচাষসহ নানা কাজ করে ঠিকই হাতিয়ে নিচ্ছেন।

হবিগঞ্জ শহরে পুরাতন খোয়াই নদী ঘুরে দেখা গেছে, পাঁচ কিলোমিটার জুড়ে কয়েক হাজার অবৈধ স্থাপনা। ২০১৯ সালে জেলা প্রশাসন এসব স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছিল। বহুতল ভবনসহ প্রায় দেড়শ স্থাপনা গুড়িয়ে দেওয়াও হয়। কিন্তু কোনো এক অজানা কারণে অভিযানটি আর দিনের আলো পায়নি।

এরপর থেকে গত চারবছর ধরে স্থানীয়রা নদী রক্ষায় উচ্ছেদ অভিযান চালাতে দাবি জানিয়ে আসছে। কিন্তু উদ্যোগ নিচ্ছে না জেলা প্রশাসন। বরং, আগের অভিযানে উদ্ধার অংশগুলোই ভরাট হয়ে যাচ্ছে।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জের সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল এ ব্যাপারে বলেন, পুরাতন খোয়াই নদী উদ্ধার না হওয়ার ব্যর্থতা জেলা প্রশাসনের। নদীটি দখলদারদের কবল থেকে দ্রুত উদ্ধার করাসহ বর্জ্য ও দূষণ বন্ধে কার্যক্রম শুরু করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবিও জানান তিনি।

সরকারের ঊর্ধ্বতন দপ্তরের এক কর্মকর্তাও প্রশাসনের এমন কর্মকাণ্ডের কারণে প্রশ্ন তুলেছেন। যদিও তিনি নিজের নাম প্রকাশ করেননি।

যোগাযোগ করা হলে হবিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ইশরাত জাহান এ বিষয়ে বলেন, অবৈধভাবে দখলে থাকা নদ-নদী ও জলাশয় চিহ্নিতকরণের কাজ চলছে। এজন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাগিদ দেওয়া হয়েছে। এরপরই উচ্ছেদের কাজ শুরু হবে।

শেয়ার করুন...











বিডি সিলেট নিউজ মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৪
Design & Developed BY Cloud Service BD