BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ১০:১০
আজকের সর্বশেষ সবখবর

আগামী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে: পরিকল্পনামন্ত্রী


জুন ২৫, ২০২৩ ৫:৩৪ অপরাহ্ণ
Link Copied!

শান্তিগঞ্জ প্রতিনিধি : পরিকল্পনামন্ত্রী এম.এ.মান্নান বলেছেন, ধানের শীষ মার্কা নিয়ে যারা ক্ষমতায় ছিল দেশের জন্য কি করেছে। বিদ্যুৎ থেকে শুরু করে দেশের কোন উন্নয়ন কাজ করতে পারে নি। বর্তমান বাংলাদেশের উন্নয়ন দেখে তারা ষড়যন্ত্র করছে। বিদ্যুৎতের কিছু সমস্যা ছিল এখন সেটা আগের মতো নেই।লাখ লাখ টন কয়লা সরকার দেশে আনছে। জাহাজের লাইন লেগে গেছে ১০ লাখ টন কয়লা নিয়ে জাহাজ ভিড়ছে। বিদ্যুৎতের সমস্যা সমাধানে শেখ হাসিনা সরকার অনেক চেষ্টা করছে।

রবিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে শান্তিগঞ্জ আব্দুল মজিদ কলেজে মিলনায়তনে পরিকল্পনামন্ত্রী এম.এ মান্নানের স্বেচ্ছাধীন তহবিল হতে অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, নির্বাচন সুষ্ঠু হবে, আগের নির্বাচন সুষ্ঠু হয়েছিল সামনের নির্বাচন ও সুষ্ঠু ভাবে হবে।কেউ যদি মনে করে নির্বাচন সুষ্ঠু হয়নি আদালতে গিয়ে বিচার দিতে পারবে।আওয়ামী লীগ দেশকে স্বাধীন করেছে। জনগণ ভোট দিলে শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হবেন। যারা বাংলাদেশ শ্রীলঙ্কা হবে বলে গুজব ছড়াচ্ছে তারা দেশের ভিতরে বৃশঙ্খলা সৃষ্টি করত চায়। বাংলাদেশ এখন ইউরোপ, জাপান, চীনের মতো হবে।

এসময় তিনি আরো বলেন, বাজার নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ানো হয়েছিল সেটা নিয়ন্ত্রণে আনা হয়েছে। পিয়াজের দাম বৃদ্ধি করা হয়েছিল এখন সেটা কমে গেছে।চক্রান্ত করে বাজারে দ্রব্যমূল্যের দাম বাড়ানোর চেষ্টা করলে সাথে সাথে সরকার বাজারে কম দামে সেই পণ্য ছেড়ে দিবে। বাজারে জিনিসপত্রের দাম নিয়ে ষড়যন্ত্র করলে আইন অনুযায়ী সরকার ব্যবস্থা নিবে।

শান্তিগঞ্জে মাননীয় পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি সেচ্ছাধীন তহবিল হতে অনুদান বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এসময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পরিকল্পনা মন্ত্রী’র ব্যক্তিগত সহকারী মো: হাসনাত হোসেন প্রমুখ।

এসময় ৪১৭ পরিবারের মধ্যে নগদ পাঁচ লক্ষ টাকা বিতরণ করেন পরিকল্পনামন্ত্রী এম.এ মান্নান।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।