BD SYLHET NEWS
সিলেটসোমবার, ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ২:২১
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে ট্রাকের নীচে পিষ্ট হয়ে নিহত ১


জুন ২৫, ২০২৩ ৫:১৬ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডটকম : সিলেট নগরে ট্রাকের নীচে পিষ্ট হয়ে অজ্ঞাত মোটরসাইকেল আরোহির মৃত্যু হয়েছে। রোববার (২৫ জুন) বিকাল সোয়া ৪টার দিকে নগরের ব্যস্ততম নাইওরপুল পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, একজন মোটরসাইকেল আরোহি (সিলেট মেট্রো-হ ১১-১৪১৯) নগরের নাইওরপুল পয়েন্ট সংলগ্ন এম্পোরিয়াল হাসপাতালের সামনে পৌছামাত্র দ্রুতগামী ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ট্রাকের নীচে পিষ্ট হয়ে ঘটনাস্থলে আরোহির মৃত্যু হয়। দুর্ঘটনায় নিহতের মুখমন্ডল বিকৃত হয়ে গেছে।

তাৎক্ষনিক নাইওরপুল পয়েন্টি কর্মরত ট্রাফিক পুলিশ ও কোতোয়ালি থানার সোবহানিঘাট পুলিশ ফাঁড়ি পুলিশ মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এ বিষয়ে জানতে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদকে ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

এ বিষয়ে মহানগর পুলিশের উপ কমিশনার (মিডিয়া) সুদীপ দাস এ তথ্য নিশ্চিত করে বলেন, দ্রুতগামী একটি ট্রাকের নীটে পিষ্ট হয়ে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহির মৃত্যু হয়। তবে নিহতের তার পরিচয় মিলেনি।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।