রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৭:০১ পূর্বাহ্ন
বিডি সিলেট ডেস্ক:: সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো: নাসির উদ্দিন উদ্দিন খান শনিবার (২৪ জুন) এক সংক্ষিপ্ত সফরে বিকাল ৩ টায় যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফরে সিলেট ত্যাগ করেন। এডভোকেট নাসির উদ্দিন খান যুক্তরাজ্যে ও যুক্তরাষ্ট্র দুই দেশে ১৬ অবস্হান করার কথা রয়েছে।তিনি বাঙ্গালি কমিউনিটি ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করবেন। তিনি সময় সল্পতার কারণে সকলকে বলে না যেতে পারায় দুঃখ প্রকাশ করেছেন।সকলের কাছে দোয়া কামনা করেছেন তিনি।
এডভোকেট নাসির উদ্দিন খান কে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিদায় জানান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি,সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শমসের জামাল, আইন সম্পাদক এডভোকেট আজমল আলী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মুস্তাক আহমদ পলাশ, প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন,উপ-দফতর সম্পাদক মো: মজির উদ্দিন,উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মতিউর রহমান, সিলেট মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুর রহমান জামিল, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শোয়েব আহমদ, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ হোসেন খান, সিলেট জেলা যুবলীগের নেতা দুলাল আহমদ, মিজান আহমদ, আহমদ হোসেন খান, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক জাওয়াদ ইবনে জাহিদ খান সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে, এডভোকেট মো: নাসির উদ্দিন খান এর অনুপস্থিতে সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন যুগ্ম-সাধারন সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল।
হুমায়ুন ইসলাম কামাল গোলাপগঞ্জের সাবেক ভাইস চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের ২০০২ সালে দপ্তর সম্পাদক ও ২০১১ সালে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।