শুক্রবার, ০৫ মার্চ ২০২১, ০৪:৫৯ অপরাহ্ন
বিডি সিলেট নিউজ ডটকম;:সিলেটে এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ মামলার ৩নং আসামি ছাত্রলীগ নেতা মাহবুবুর রহমান রনি (২৮) ও ৫নং আসামি রবিউল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। এ পর্যন্ত উক্ত মামলায় মোট চারজন গ্রেফতার হয়েছেন।
রোববার (২৭সেপ্টেম্বর) রাত সাড়ে নয়টার দিকে শায়েস্তাগঞ্জ থেকে মাহবুবুর রহমান রনিকে গ্রেফতার করেছে র্যাব। রবিউল ইসলাম কে হবিগঞ্জের নবীগঞ্জ থেকে গ্রেফতার করেছে পুলিশ।
এর আগে এই মামলায় গ্রেফতারকৃত অপর দুইজন হলেন প্রধান আসামি সাইফুর রহমান ও ৪ নম্বর আসামি অর্জুন লস্কর।
উল্লেখ্য, শুক্রবার (২৫সেপ্টেম্বর) সন্ধ্যায় দক্ষিণ সুরমার শিববাড়ির এক তরুণী, স্বামীকে সাথে নিয়ে এমসি কলেজ ক্যাম্পাসে বেড়াতে যান। এসময় ছাত্রলীগকর্মী মোঃ সাইফুর রহমান সহ ৬জনে মিলে স্বামী ও স্ত্রীকে পার্শ্ববর্তী কলেজ ছাত্রাবাসে তুলে নিয়ে যায়। পরে সেখানে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করে তারা।
এ ঘটনার খবর পেয়ে শাহ্ পরান (রঃ) থানা পুলিশ এসে তাদেরকে উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালিয়ে যায়। পরে ধর্ষণের শিকার তরুণীকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়। রাতে ধর্ষক মোঃ সাইফুর রহমানের ছাত্রাবাস কক্ষে তল্লাশি চালিয়ে পাইপগান, রামদাসহ দেশি-বিদেশি অস্ত্র উদ্ধার করে।
এদিকে, এ ঘটনায় নির্যাতনের শিকার গৃহবধুর স্বামী বাদী হয়ে শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে একটি মামলা দায়ের করেছেন। ৬ জনকে আসামী করে ও অজ্ঞাত আরো ৩জন সহ মোট ৯জন কে আসামি করে শাহপরাণ (রঃ) থানায় মামলা দায়ের করেন গৃহবধূর স্বামী।