শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১, ০৪:১২ পূর্বাহ্ন
বিডি সিলেট নিউজ ডটকম::সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে তরুণী গণধর্ষণের ঘটনায় হওয়া মামলার আসামী অর্জুন লস্করকেও গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে হবিগঞ্জের মন তলা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।
প্রযুক্তির সহায়তায় তার অবস্থা নিশ্চিত হওয়ার পর পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে বলে জানা যায়।
এর আগে এ ঘটনায় ছয় জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও তিনজনকে আসামি করে শনিবার সকালে নগরীর শাহপরান থানায় মামলা করেছিলেন ভুক্তভোগী তরুণীর স্বামী।