সোমবার, ০৮ মার্চ ২০২১, ০৩:৩৬ পূর্বাহ্ন
বিডি সিলেট নিউজ ডটকম::এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে বেঁধে স্ত্রীকে গণধর্ষণের তীব্র নিন্দা, ক্ষোভ ও ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সিলেট জেলা যুবলীগ।
শনিবার এক বিবৃতিতে সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি ও সাধারন সম্পাদক মো. শামীম আহমদ বলেন, পূণ্যভূমি সিলেটের এই পবিত্র মাটিকে যারা অপবিত্র করেছে তাদেরকে অতি দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অপরাধী যতই শক্তিশালী হোক, তারা যেন আইনের ফাঁক দিয়ে বের হতে না পারে।
নেতৃবৃন্দ এই ধর্ষকদের অতি দ্রুত গ্রেফতারে প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
সিলেট জেলা যুবলীগের আওতাধীন প্রতিটি উপজেলার কোথাও ধর্ষকদের দেখা গেলে তাৎক্ষণিক প্রশাসনকে জানানোর অনুরোধ জন্য যুবলীগ নেতৃবৃন্দের প্রতি আহবান করেছেন জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক।