মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০১:৪৬ অপরাহ্ন
সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের অধিনস্থ ১৩ উপজেলার সব কয়টি ইউনিয়ন ও ৫ পৌরসভার সব কয়টি ওয়ার্ড কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়কদের নিয়ে অনুষ্ঠিত জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় । সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল। জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মিফতাউল কবির মিফতা, যুগ্ম আহবায়ক আব্দুল মুনিম, আলী মোঃ নুরুল হুদা দিপু, তোফায়েল চৌধুরী উজ্জ্বল, সৈয়দ সরোয়ার রেজা, কায়সান মাহমুদ সুমন, টিটন মল্লিক।
সভায় স্বেচ্ছাসেবক দলের প্রতিনিধি সভার সিদ্ধান্তের প্রেক্ষিতে দ্রতসময়ের মধ্যে সংগঠনকে ঢেলে সাজানোর জন্য আগামী ১৫ রমজানের মধ্যে ইউনিয়ন ও ওয়ার্ডের কর্মিসন্মেলন ও তথ্য উপাত্ত ফরম বিতরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় ২৫ রমজানের মধ্যে সব কয়টি ইউনিয়ন ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।