বিডি সিলেট:: সিলেটে ‘হিট স্ট্রোকে’ এক বৃদ্ধ মারা গেছেন। গতকাল বুধবার বিকাল ৩টার দিকে মহানগরের লালবাজারে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে এসএমপির কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে- অতিরিক্ত গরমে ওই ব্যক্তি মৃত্যু হয়েছে।
হিট স্ট্রোকে’ মারা যাওয়া ব্যক্তির নাম ক্রিপেশ রায় (৬০)। তার বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলার আনন্দপুর গ্রামে।
পুলিশ জানিয়েছে, বিকাল ৩টার দিকে লালবাজারে রাস্তার পাশে ক্রিপেশ রায়ের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় ব্যবসায়ীরা বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।