মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৩:১২ অপরাহ্ন
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটনা ছাড়া সম্পন্ন হয় ভোটগ্রহণ।
গণনা শেষে রাত সাড়ে ৭টার দিকে বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল অনুযায়ী- উপজেলার ১নং সদর ইউনিয়ন তায়ফুর রহমান শাহিন নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। ২নং মাইজগাঁও ইউনিয়নে জুবেদ আহমেদ চৌধুরী শিপু বিজয়ী হয়েছেন নৌকা প্রতীক নিয়ে। ৩নং ঘিলাছড়া ইউনিয়নে সাইফুল ইসলাম মনা নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। তবে বাকি দুই ইউনিয়নে নৌকা পরাজিত হয়েছে। এ দুটির মধ্যে ৪নং উত্তর কুশিয়ারা ইউনিয়নে দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিএনপি নেতা আহমেদ জিলু। তিনি লড়াই করেছেন আনারস প্রতীক নিয়ে।
অপরদিকে, উপজেলার ৫নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আবজাল হোসাইন। তিনি ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।