BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৯:২৫
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জে মাটির নিচ থেকে ব্যাংকের লুট হওয়া টাকা উদ্ধার


মে ২৮, ২০২৩ ৯:২৪ অপরাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের মঙ্গলকাটা বাজারে ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের চুরি যাওয়া ৯ লাখ টাকার মধ্যে পাঁচ লাখ ৯৪ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত দুজনকে আটক করেছে পুলিশ।

রোববার (২৮ মে) দুপুরে সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ সংবাদ সম্মেলনে চুরির টাকা উদ্ধার ও দুজনকে আটকের বিষয়ে সংবাদমাধ্যমকে জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বৃহস্পতিবার (২৫ মে) রাতে সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের মঙ্গলকাটা বাজারে অবস্থিত মোহাম্মদ আলীর মালিকানাধীন ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকিং থেকে সাড়ে ৯ লাখ টাকা, একটি ল্যাপটপ ও সিসি ক্যামেরার ভিডিআর চুরি হয়। পরে ২৭ মে রাতে বিশেষ অভিযান পরিচালনা করে এজেন্ট ব্যাংকিংয়ের কর্মচারী সোহেলকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তিনি চুরির বিষয়টি স্বীকার করেন।

পরে এ ঘটনায় জড়িত আলী আজগরকে আটক করে পুলিশ। তাদের দেওয়া তথ্য অনুযায়ী সোহেল রানার নির্মাণাধীন বাড়ির মাটির নিচ থেকে পাঁচ লাখ ৯৪ হাজার টাকা ও একটি ল্যাপটপ উদ্ধার করে পুলিশ।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।