মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০২:২৭ অপরাহ্ন
বিনোদন ডেস্ক :: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নিজবাড়ি থেকে প্রবাসী নৃত্যশিল্পী শাহনাজ রহমান নারমিনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যায় নিজ ঘরে নারমিনের মরদেহ দেখতে পেয়ে তার ভাই প্রতিবেশীদের খবর দেয়। পরে পুলিশকে জানালে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
পরিবার জানায়, কয়েক মাস আগে থেকেই নারমিন অসুস্থ ছিলেন। ২০২২ সালে তিনি করোনায় আক্রান্ত হলে চিকিৎসা নিয়ে সুস্থ হন। একটু সুস্থ হলেও পরে আবার জন্ডিসে আক্রান্ত হয়ে পড়েন। নারমিন একটি হাসপাতালে নার্সিংয়ের চাকরি করতেন। অসুস্থতার পর নিয়মিত কাজে যেতে পারতেন না।
ধারণা করা হচ্ছে, ঘুমের মধ্যে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু ঘটেছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত সঠিকভাবে কিছুই বলা যাচ্ছে না।
নারমিনের মরদেহ বর্তমানে শবানুগমন কেন্দ্রে রাখা হয়েছে। আগামী মঙ্গলবার তার মা-বাবা যুক্তরাষ্ট্রে ফিরলেই জানাজার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে। এ ব্যাপারে বাংলাদেশে অবস্থানরত নারমিনের মা ডা. নার্গিস রহমানের সঙ্গে বেশ কয়েকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
উল্লেখ্য, নারমিনদের বাড়ি বাংলাদেশের দিনাজপুরে। তার এক ভাই ক্যালিফোর্নিয়ায় চাকরি করছেন। আরেক ভাই ও মা-বাবার সঙ্গে নিউইয়র্কের জ্যামাইকায় বাস করতেন নারমিন। তার মা-বাবা বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন।