BD SYLHET NEWS
সিলেটসোমবার, ৩১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৮:৩৩
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে তিন গরু চোর আটক, সিএনজি উদ্ধার


মে ২৭, ২০২৩ ২:০৬ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডটকম : সিলেটে গরু চোর চক্রের তিন সদস্যকে আটক করেছে জালালাবাদ থানা পুলিশ। বৃহস্পতিবার (২৫ মে) রাত সাড়ে ১১টায় জালালাবাদ থানার লামা আকিলপুর থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি গবাদি পশু ও চুরি কাজে ব্যবহৃত একটি নিবন্ধনবিহীন সিএনজি উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, সাজু আহমদ প্রকাশ খালেদ (১৮), লোকমান প্রকাশ মোহাম্মদ আলী (১৯), গোলাম রব্বানী (২০)।তাদের তিনজনই গোয়াইনঘাট উপজেলার বাসিন্দা।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৫ মে) রাত সাড়ে বারোটার দিকে এয়ারপোর্ট এলাকার সিদাইগুল বাবুকাটাহান্দি রাবার বাগান সংলগ্ন এলাকা হইতে একটি গবাদি পশু (ষাড় বাছুর) হয়। পরে সিএনজি যোগে চুরি করে নিয়ে যাওয়ার পথে শুক্রবার (২৬ মে) দিনগত রাত ১টার দিকে আকিলপুর গ্রামের আব্দুল্লাহ খান সাহেব মার্কেটের সামনে থেকে স্থানীয়রা তিন চোরকে আটক করে পুলিশে খবর দেয়।

এ ঘটনায় জালালাবাদ থানায় মামলা হলে পুলিশ আটক আসামীদের আদালতে প্রেরণ করে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।