BD SYLHET NEWS
সিলেটবুধবার, ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, দুপুর ১:২১
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরলেন মুহিত চৌধুরী


মে ২৭, ২০২৩ ১২:৩৯ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডটকম : যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সিলেটের সম্পাদক মুহিত চৌধুরী।

শনিবার সকাল ৯ টা ৩৫ মিনিটে আন্তর্জাতিক ফ্লাইটে তিনি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এসময় তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান, ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি গোলজার আহমদ হেলাল, সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ,সহ-সাধারণ সম্পাদক তাওহীদুল ইসলাম,কোষাধ্যক্ষ আব্দুল মুহিত দিদার ও কার্যকরী পরিষদ সদস্য মো. সাইফুল ইসলাম।

মুহিত চৌধুরী বিগত ২ এপ্রিল যুক্তরাজ্য সফরে গিয়েছিলেন।প্রায় দুই মাস সেখানে অবস্থানকালে তিনি আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব,প্রেস ও বাংলাদেশী কমিউনিটি নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করেন। বৃটেনের বিভিন্ন গণমাধ্যমে তিনি সাক্ষাৎকার দেন এবং তাঁর সম্মানে সেখানে বাংলা প্রেসক্লাব সংবর্ধনা, মতবিনিময় সভারও আয়োজন করে।মুহিত চৌধুরী ক্লাব সদস্যসহ সকলের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।