বিডি সিলেট ::বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট সিলেট মহানগর শাখার কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২৬ মে) বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট কেন্দ্রীয় কমিটির সভাপতি অনুপম দাস ও সাধারণ সম্পাদক রাজিব চন্দ্র সাহার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে সভাপতি দ্বীপরাজ দাস দীপায়ন ও সাধারণ সম্পাদক সৈকত ভট্টাচার্য্য সজীবকে দিয়ে ২১ সদস্য বিশিষ্ট সিলেট মহানগর হিন্দু ছাত্র মহাজোট শাখার আংশিক কমিটি গঠন করা হয়েছে।
২১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটিতে যারা রয়েছেন-
সভাপতি: দ্বীপরাজ দাস দ্বীপায়ন, নির্বাহী সভাপতি ঋত্বিক দাস, সহ-সভাপতি জনি ভট্টাচার্য, সহ-সভাপতি বিপ্লব দেবনাথ, সহ-সভাপতি দ্বীতিয়া গুন, সাধারণ সম্পাদক সৈকত ভট্টাচার্য সজীব, যুগ্ম সাধারণ সম্পাদক কপিল দাস, যুগ্ম সাধারণ সম্পাদক অপূর্ব দাস, সাংগঠনিক সম্পাদক সূদীপ সিংহ, সহ-সংগঠনিক সম্পাদক প্রিতম দাস, সহ-সাংগঠনিক সম্পাদক বন্ধন চৌধুরী, দপ্তর সম্পাদক অর্পণ বিজয় ভট্টাচার্য, অর্থ সম্পাদক রবিন চক্রবর্তী, প্রচার সম্পাদক অয়ন দত্ত রুপন।
কার্যকরী কমিটির সদস্য যারা হলেন- দ্বীপ দে দীপ্ত, রাকেশ দাস, প্রিতম দেব গৌরব, নিলয় দা, ফাল্গুনী দাস প্রমা ও দুর্জয় তালুকদার।
এদিকে, শুক্রবার সন্ধ্যায় নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক ফুল দিয়ে শুভেচ্ছা জানান কেন্দ্রীয় হিন্দু মহাজোট নেতৃবৃন্দকে।