মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৩:৩২ অপরাহ্ন
হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জের আজমিরীগঞ্জে ৪০পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ৩টায় আজমিরীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সামন থেকে তাদের আটক করা হয়।এসময় তাদের ব্যবহৃত ১টি টিভিএস-মোটরসাইকেল এবং ৪০পিস ইয়াবা জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, পৌর এলাকার গোপাল নগর গ্রামের বাসিন্দা মৃত শাহিবুর মিয়ার ছেলে মারুফ মিয়া(২৩) ও কৃষ্ণ নগর গ্রামের নূর হুসেন মিয়া ছেলে রাকিব মিয়া(২৬) অপরজন ক্রেতা সদর ইউনিয়নের বিরাট গ্রামের বাসিন্দা দুলন মিয়ার ছেলে শাওন মিয়া(২৪)।
এসআই ভূপেন্দ্র চন্দ্র নেতৃত্ব পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে তাদের আটক করেন।
আজমিরীগঞ্জ থানা’র ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাসুক আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে আমাদের টিম ইয়াবাসহ ৩জনকে আটক করেছে।