BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ১লা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৪:২২
আজকের সর্বশেষ সবখবর

সিলেটের উন্নয়নে জনগণ আমাকেই নির্বাচিত করব: মাহমুদুল হাসান


মে ২৫, ২০২৩ ৮:০২ অপরাহ্ণ
Link Copied!

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়র প্রার্থী হাফেজ মাওলানা মাহমুদুল হাসানের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে নির্বাচনের দায়িত্বশীল কর্মকর্তা তার মনোনয়নের বৈধতা ঘোষণা দেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, যে কোনো উন্নয়নের প্রধান বাধা হচ্ছে দুর্নীতি। আমি নির্বাচিত হলে প্রথমেই সিলেট সিটি করপোরেশনকে দুর্নীতিমুক্ত করার কাজে হাত দেব। সিলেট হচ্ছে আধ্যাত্মিক নগরী। হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি শাহপরান রহমাতুল্লাহ আলাইহি এর পবিত্র ভূমি। এই নগরীর পবিত্রতা রক্ষা ও উন্নয়নের জন্য শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির যোগ্য উত্তরসূরী হিসাবে জনগণ আমাকেই নির্বাচিত করবে বলে আমার বিশ্বাস।

এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি মাওলানা মুফতি সাঈদ আহমদ।জেলা সভাপতি আলহাজ্ব নজির আহমদ। মহানগর সহ সভাপতি ডাক্তার রিয়াজুল ইসলাম রিয়াজ। জেলা সহ-সভাপতি মাওলানা মুহাম্মদ আমীর উদ্দীন। সেক্রেটারি হাফিজ মাওলানা ইমাদ উদ্দিন। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুফতি আবু তাহের মিসবাহ।আলহাজ্ব ইসহাক আহমদ প্রমুখ

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।