বিডি সিলেট ডেস্ক :: প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়া বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে গ্রেফতার করা হয়েছে। চাঁদ রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক। আজ বৃহস্পতিবার ২৫ মে) সকালে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।
জানা যায়, রাজশাহীর নগরীর ভেড়িপাড়া মোড়ে চেকপোস্ট থেকে আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে তাঁকে গ্রেফতার করা হয়। তিনি একটি প্রাইভেট কারে করে আদালতে যাচ্ছিলেন।
সম্প্রতি পুঠিয়ায় বিএনপির এক সমাবেশ থেকে প্রধানমন্ত্রীকে হুমকি দিয়ে আবু সাঈদ চাঁদ বলেন, ‘আর ২৭ দফা বা ১০ দফা নয়। শেখ হাসিনাকে কবরে পাঠাতে হবে।’
এই বক্তব্যের পর রাজশাহীসহ দেশের বিভিন্ন জায়গায় বিএনপি নেতা চাঁদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে মামলা হয়। এরপর থেকেই পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে অভিযান শুরু করেন।
কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।