বিডিসিলেট ডটকম : সিলেটের কোম্পানীগঞ্জে ৩৪৭ পিছ ভারতীয় শাড়ি ও অন্যান্য পণ্যসহ তিন জনকে আটক করেছে পুলিশ।বুধবার (২৪ মে) ভোরে কোম্পানীগঞ্জ থানার এসআই (নিঃ) মো. শাহ আলম ভূঁইয়া এর নেতৃত্বে একটি দল কোম্পানীগঞ্জের টুকেরবাজার এলাকার আল মক্কা হোটেলের সামনে লিমন পরিবহনের একটি গাড়িতে অভিযান পরিচালনা করে এসব মালামাল আটক করা হয়।
এসময় গাড়ির বক্সে থাকা ৩৪৭টি ভারতীয় বেনারশি শাড়ী, ০৫ বস্তা ভারতীয় চিনিসহ পরিবহন কাজে ব্যবহৃত লিমন পরিবহনের ০১টি বাস জব্দ করা হয়। এর সাথে জড়িত থাকায় স্বপন রায় (৩৮), বাকির মিয়া (৩০), মো. আলম (৩০) কে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানায় পুলিশ।
কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।