বিনোদন ডেস্ক : বিয়ে করেছেন কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল। স্ত্রীর নাম মেহের আয়াত জেরিন। আজ বুধবার পারিবারিকভাবেই এই বিয়ে সম্পন্ন হয়েছে। বিষয়টি ইমরান নিজেই নিশ্চিত করেছেন।
স্ত্রী জেরিনের সঙ্গে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন এই গায়ক, যেখানে বর ও কনের সাজে ইমরান ও জেরিনকে দেখা গেল। ইমরান বলেন, ‘বিয়ে মানুষের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। আল্লাহর অশেষ রহমতে আজ থেকে (২৪ মে, ২০২৩) আমি ও আমার স্ত্রী মেহের আয়াত জেরিন আমাদের জীবনের নতুন এই অধ্যায় শুরু করলাম। পারিবারিকভাবেই আমাদের এই বিয়ের আয়োজন।
তাই ছোট পরিসরে অনেকটা ঘরোয়া পরিবেশেই বিয়েটা হলো।’
যুক্তরাষ্ট্র থেকে বোন ও দুলাভাই আসার পরে আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে জানিয়ে ইমরান বলেন, ‘আমার বড় আপু ও বড় দুলাভাই নভেম্বর মাসে আমেরিকা থেকে বাংলাদেশে আসার পর আমার প্রিয় সব মানুষদের নিয়ে আমাদের বিবাহোত্তর অনুষ্ঠান করা হবে ইনশাআল্লাহ। আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা যেন একে অপরের পাশে থেকে নিজেদের সুখ-দুঃখ ভাগাভাগি করে চলতে পারি জীবনের বাকিটা পথ।’
ইমরান মাহমুদুল কাকে বিয়ে করবেন এ নিয়ে শোবিজে গুঞ্জন ছিল।
সেসব গুঞ্জনের সমাপ্তি ঘটল।