BD SYLHET NEWS
সিলেটরবিবার, ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ১১:৪২
আজকের সর্বশেষ সবখবর

ছাতকে নদী থেকে নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার


মে ২৪, ২০২৩ ৭:০০ অপরাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতকে সুরমা নদী থেকে এখলাছ মিয়া (৪০) নামের এক পাথর ব্যবসায়ীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এখলাছ মিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের দক্ষিন গনেশপুর ছড়ারপার গ্রামের মৃত বশির মিয়ার ছেলে।

বুধবার সকালে ছাতক সদর ইউনিয়নের আন্ধারিগাঁও গ্রাম সংলগ্ন সুরমা নদীতে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানা পুলিশে খবর দেন। পরে পুলিশ পৌঁছে মরদেহ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

নিহত এখলাছ মিয়ার স্ত্রী রোজিনা বেগম জানান, গত সোমবার সন্ধ্যায় গ্রামের খলিল মিয়ার পুত্র মিলন মিয়াসহ কয়েকজন লোক তাকে বাড়ি থেকে চৈকিত্তা এলাকায় ডেকে নিয়ে যান। এর পর সে আর বাড়িতে আসেনি। ওই দিন থেকেই তিনি নিখোঁজ রয়েছেন।

স্বামী নিখোঁজের ঘটনায় পরদিন মঙ্গলবার স্ত্রী ছাতক থানায় একটি জিডি (নং ১৪৯২) দায়ের করেন। নিখোঁজের দুইদিন পর ব্যবসায়ীর মরদেহ সুরমা নদী থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে পুলিশ।

ছাতক থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ মাঈনুল জাকির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। লাশের সুরতহাল রিপোর্ট পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।