শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০৮:২৭ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় বাসের ধাক্কায় এক ব্যক্তি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (২৩ মে) বিকেল সাড়ে ৫টায় শান্তিগঞ্জ উপজেলার নোয়াখালী বাজার এলাকায় এ মর্মান্তিক সড়ক দূর্ঘটনাটি ঘটে।নিহত এলিম শাহ (৩০) তাহিরপুর উপজেলার দুর্লভপুর গ্রামের গোলাম মোস্তাফার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানা যায়, সুনামগঞ্জ থেকে দিরাই যাওয়ার পথে নোয়াখালী বাজারে বিপরীত দিকে থেকে আসা ঢাকাগামী মামুন বাসের ধাক্কায় সিএনজিতে থাকা এলিম শাহ গুরুতর আহত হয়। তৎক্ষণাৎ স্থানীয়দের সহায়তায় সিলেট এম.এ.জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান ।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খালেদ চৌধুরী দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।