শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ১০:০৫ অপরাহ্ন
বিডি সিলেট ডেস্ক:: ২১ জুন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ৪নং ওয়ার্ড কাউন্সিলর পদে মনোনয়ন ফরম জমা দিয়েছেন সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি।সোমবার (২২ মে) দুপুর ১২টায় সিলেট মেন্দিবাগস্থ সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সিলেট অঞ্চল ও রিটার্নিং অফিসারের হাতে মনোনয়ন পত্র ফরম জমা দেন।
মনোনয়ন ফরম জমাদানের সময় উপস্থিত ছিলেন – সিলেট মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার, মহানগর আওয়ামী লীগের সদস্য ইলিয়াছুর রহমান জুয়েল, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মজুমদারী পঞ্চায়েত কমিটির সভাপতি ফয়েজ খান পিয়ারা,সাধারণ সম্পাদক এম,এ,খান শাহিন,ফারুক আলী, আতাউর রহমান, লিয়াকত আলী, তোতন মজুমদার,আনোয়ার বক্ত মজুমদার, পঞ্চসিংহ, মিনার আহমদ,মোতাহির আলী,শামীম খান,মাহমুদ চৌধুরী, শেখ দুলাল আহমদ,রিয়াজ আহমদ,ফারুকুল ইসলাম ফারুক,মাহতাব আহমদ খোকন, ফয়সল আজাদ,আম্বরখানা সুনামগঞ্জ সিএনজি স্ট্যাঞ্জ এর সাধারণ সম্পাদক মুস্তাক আহমদ মোস্তাক, আফজল হোসেন, রুহুল আমিন ,সাদিকুর রহমান সোহাগ,সুমন আহমদ, রনি আহমদ,রুপম আহমদ,আনু মিয়া,ইদ্রিস মিয়া,বসর মিয়া,ছালেক মিয়া,ছাদিক আহমদ,সুয়েব আহমদ,এমদাদ হোসেন ইমু,সাকারিয়া হোসেন সাকির,খান,ফারুক আহমদ, রিমু খান,আয়েস খান,আব্বাস আহমদ,জুনেদ লইলুস আহমদ,আহমদ,দীপু,জনি,হাসু,মিলাদ,ফেরদৌস আহমদ,ইসলাম উদ্দিন বাবলু,সাবেল আহমদ,আমিনুল ইসলাম আমিনসহ ওয়ার্ডের মুরব্বিয়ান ও যুবসমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, নেতৃবৃন্দ, ও শুভাকাঙ্ক্ষী।