শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:০৭ অপরাহ্ন

শিরোনাম ::
শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সুখবর জুমার খুতবা চলাকালে নামাজ পড়া যায়? কুমড়ার বীজ অতিরিক্ত খেলে হতে পারে যেসব বিপদ মেয়েদের খেলায় ট্রান্সজেন্ডারদের নিষিদ্ধ করলেন ট্রাম্প হবিগঞ্জে ব্যবসায়ী নিহতের ঘটনায় আটক ৫ সারাদেশে হামলা ভাঙচুরের যত ঘটনা একুশে পদক পাচ্ছেন ১৪ বিশিষ্টজন ও জাতীয় নারী ফুটবল দল এ বয়সে আমি কি বেডসিন করব: বাপ্পারাজ কমলগঞ্জে শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার রোজার পণ্যে ভরপুর বাজারে দামও কম ‘স্বপ্ন ছিল ছেলে ইঞ্জিনিয়ার হবে, আমি হবো ইঞ্জিনিয়ারের মা’ ‘যাই হোক না কেন, আমরা গাজা ছেড়ে যাব না’ বিশ্বজুড়ে হইচই ফেলা ডিপসিক এবার বিধিনিষেধের কবলে শেখ মুজিবের ভাঙা বাড়ি থেকে যে যা পারছেন নিয়ে যাচ্ছেন

যুক্তরাজ্যে ‘ওল্ডহাম বিশ্বনাথ সোসাইটি ইউকে’র কমিটি গঠন

received 3428024087513098 - BD Sylhet News




বিডি সিলেট ডেস্ক:: যুক্তরাজ্যের ওল্ডহাম শহরে বসবাসরত সিলেটের বিশ্বনাথ উপজেলার সর্বস্তরের প্রবাসীদের সমন্বয়ে ‘ওল্ডহাম বিশ্বনাথ সোসাইটি ইউকে’র কমিটি গঠন করা হয়েছে। শাহ তাজুল ইসলামকে সভাপতি, আবুল কালাম শাহ’কে সাধারণ সম্পাদক ও কামরুল ইসলামকে ট্রেজারার করে সম্প্রতি ওল্ডহাম শহরে ৫১ সদস্য বিশিষ্ট সংগঠনের কার্যকরি কমিটি গঠন করা হয়। এর পাশাপাশি ৪৭ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্ট পরিষদও গঠন করা হয়।

কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন- সহ সভাপতি শাহ বাবুল উল্ল্যাহ, হাবিবুর রহমান লায়েছ, শামীম কবির, মুমিনুর রহমান, সহ সাধারণ সম্পাদক হামিদ আলী মানিক, কামাল খান, প্রচার সম্পাদক জুবায়ের আহমেদ, সহ প্রচার সম্পাদক হাফিজুর রহমান, ধর্ম সম্পাদক মাওলানা আনোয়ার হোসাইন, ক্রীড়া সম্পাদক শাহ জাহান (ফুটবল), মুজিবুর রহমান (ব্যাডমিন্টন), শাহ আফজাল হোসেন রুহেল (ক্রিকেট), বদরুল আলম (ক্রিকেট), সাংস্কৃতিক সম্পাদক মইনুল ইসলাম, সহ সাংস্কৃতিক সম্পাদক শাহীন আহমেদ, কার্যকরী সদস্য শেখ আব্দুল হাই, সিরাজুল ইসলাম জুয়েল, খলিল মিয়া, শাহ মইনুল ইসলাম, আব্দুল মুকিত, আব্দুল কাইয়ুম, আছকির আলী, ফারুক আলী, আলমগীর রুশন, আলী আহমদ, তেরাব আলী, দুলাল আহমেদ, আমিনুল খান, আব্দুল হক, আজিজুল খান, নুরুজ্জামান লিটন, আনোয়ার হোসেন, বাবুল মিয়া, মাছুম মিয়া (১), মাছুম মিয়া (২), ফয়জুর রহমান, ছালিক মিয়া, জামাল উদ্দিন, নূরুল হক, আব্দুস সামাদ, সুমন মিয়া, আক্তার হোসেন, সোহাগ রহমান, হাবিবুর রহমান মাছুম, মইন উদ্দিন, শওকত আলী, শামীম খান, নাজিম উদ্দিন।

উপদেষ্টা পরিষদের (আংশিক) সদস্যরা হলেন- হাজী মুক্তার আলী, হাজী তৈয়ব আলী, ফিরুজ আলী লালা, শাহ হুশিয়ার উল্ল্যাহ, হাজী নোয়াব আলী, হাজী উস্তার খান, হাজী জমির আলী, ছইল মিয়া, মফজ্জুল খান, শাহ ফিরুজ আলী, ছমরু মিয়া, জামাল উদ্দিন, সিরাজুল ইসলাম, মইনুল ইসলাম হিরা, আনোয়ারুল ইসলাম, মদরিছ আলী, বাদশা মিয়া, ছোরাব আলী শামীম, আব্দুন নূর মেম্বার, মাষ্টার শাহ মস্তাব আলী, আপ্তাব মিয়া কাহার, আজমত খান, আব্দুল কাইয়ুম, হাসনাত আজিজ, হেলাল মিয়া, মাওলানা এম এ বাছিত আশরাফ, আলমাছ আলী, নজির মিয়া, বাবুল মিয়া বাদশা, আলা উদ্দিন, সমছু মিয়া, হুসন নূর, ইসলাম উদ্দিন, আব্বাস আলী, জয়নুল ইসলাম, ইসরব খান, শায়েস্তা মিয়া, তমছির আলী, মোশাহিদ আলী, মোস্তাক আহমদ, নূরুল ইসলাম, আব্দুল হক, মখলিছুর রহমান, আলী আশরাফ, ছুরত আলী বাদশা, রাজুক মিয়া।

শেয়ার করুন...














বিডি সিলেট নিউজ মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৫
Design & Developed BY Cloud Service BD