সিলেট সিটি করপোরেশন নির্বাচনের আর মাত্র ২৯ দিন বাকি। এরইমধ্যে মেয়র পদে ১১ জনসহ ৩টি পদের বিপরীতে ৪৬৬ জন প্রার্থী মনোনয়নপত্র কিনেছেন। আজ মঙ্গলবার (২৩ মে) মনোনয়ন দাখিল শেষ দিন। সোমবার (২২ মে) পর্যন্ত মেয়র পদে জাতীয় পার্টির নজরুল ইসলাম বাবুল এবং দুই স্বতন্ত্র প্রার্থীসহ সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ডে মোট ২৭৫ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে রিটার্নিং অফিসার ফয়সল কাদের ও ওয়ার্ড ভিত্তিক দায়িত্বপ্রাপ্ত সহকারী রিটার্নি অফিসারদের কাছে মনোনয়ন জমা দেন তারা।
এদিন বিকেল ৩টার দিকে তিনি সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সিলেট অঞ্চল ও রিটার্নিং অফিসার ফয়সল কাদের’র হাতে মনোনয়ন জমা দেন জাপা নেতা নজরুল ইসলাম বাবুলসহ ৩ মেয়র প্রার্থী। অপর দুই মেয়র প্রার্থী হলেন-স্বতন্ত্র প্রার্থী সামসুন নুর তালুকদার ও মোহাম্মদ আব্দুল মান্নান।
এছাড়া সংরক্ষিত হওয়ার্ডে ৬৯ জন এবং সাধারণ ওয়ার্ডে ২০৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার স্টাফ অফিসার সৈয়দ কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, এবার সিসিক নির্বাচনে মেয়র পদে ১১ জনসহ তিনটি পদের বিপরীতে ৪৬৬ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এরমধ্যে সংরক্ষিত কাউন্সিলর পদে ৯৩ এবং সাধারণ কাউন্সিলর পদে ৩৬২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
মেয়র পদে স্বতন্ত্র দুই প্রার্থী সামছুন নূর তালুকদার ও মোহাম্মদ আব্দুল মান্নান মনোনয়নপত্র দাখিল। ছবি-নতুন সিলেট
মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী, জাতীয় পার্টি মনোনীত পার্টির কেন্দ্রীয় সদস্য ও মহানগরের আহ্বায়ক নজরুল ইসলাম বাবুল, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাহমুদুল হাসান, জাকের পার্টির জাহিরুল আলম ছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন, ৯০ দশকের সাবেক ছাত্রলীগ নেতা মো. আব্দুল হানিফ কুটু, মোহাম্মদ আব্দুল মান্নান খান, সামছুন নুর তালুকদার, ছালাহ উদ্দিন রিমন, মাওলানা জাহিদ উদ্দিন চৌধুরী, মো. শাহজাহান মিয়া ও মোশতাক আহমেদ রউফ মোস্তফা।
এদিন বিকেলে রিটানিং কর্মকর্তার কাছে মনোনয়ন দাখিল শেষে জাতীয় পার্টির প্রার্থী পার্টির মহানগরের আহ্বায়ক ও কেন্দ্রীয় সদস্য নজরুল ইসলাম বাবুল সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আগামী ২১ জুন নির্বাচনে নগরবাসী যদি আমাকে মেয়র পদে বিজয়ী করেন, তাহলে ৪২টি ওয়ার্ডকে মাস্টার প্লানের মাধ্যমে নান্দনিক নগরে রূপান্তর করবো ইনশাআল্লাহ।অতীতের মেয়রদের অপরিকল্পিত উন্নয়ন দেখেছেন নগরবাসী।সরকার উন্নয়ন খাতে অনেক অর্থ বরাদ্দ করলেও সঠিক পরিকল্পনার কারণে নগরবাসী কোন উন্নয়নের সুবিধা পাচ্ছেন না।তিনি নির্বাচিত হলে নগরবাসীর চাহিদা পূরণে কাজ করবেন।
তিনি অপর এক প্রশ্নের জবাবে বলেন, জাতীয় পার্টিতে কোন দ্বিধাবিভক্তি নেই।লাঙ্গলের বিজয় নিশ্চিতের লক্ষ্যে সকলেই ঐক্যবদ্ধ।কোন ধরনের ষড়যন্ত্র না হলে লাঙ্গলের বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ।
মনোনয়নপত্র দাখিলকালে জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা শাখার সদস্য সচিব সাইফুদ্দিন খালেদসহ পার্টির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এদিকে, স্বতন্ত্র মেয়র প্রার্থী সামছুন নূর তালুকদারও রিটানিং কর্মকর্তার কাছে এদিন বিকেলে মনোনয়নপত্র দাখিল করেন।মনোনয়নপত্র দাখিলকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন- শেখ আব্দুল লতিফ, সৈয়দ শহিদুল ইসলাম, তামিম আহমদ, মকসুদুল হাসান আরিফ, রাজা মিয়া, এনামুল হক তালুকদার, রিপন আহমদ, নাজমিন আক্তার প্রমুখ।