শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১, ০৯:২২ অপরাহ্ন
বিডি সিলেট নিউজ ডটকম:: এশিয়া মহাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ৪ দিনের কর্মসূচি ঘোষণা করেছে সিলেট জেলা যুবলীগ।
কর্মসূচির মধ্যে রয়েছে- ২৫ সেপ্টেম্বর শুক্রবার জুম্মার পর সিলেট জেলার আওতাধীন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া ও মিলাদের আয়োজন করা হবে। একই দিন সিলেট জেলা যুবলীগের উদ্যোগে বাদ জুম্মা নগরীর কালেক্টরেট মসজিদে দোয়া মাহফিল ও রানśা করা খাবার বিতরণ করা হবে।
২৬ সেপ্টেম্বর শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারসহ উপজেলায় ভবঘুরে, পথশিশু, অসহায় মানুষের মাঝ রান্না করা খাবার বিতরণ করা হবে। ২৭ সেপ্টেম্বর রোববার শুভেচ্ছা স্বরƒপ বৃক্ষরোপণ করা হবে। ২৮ সেপ্টেম্বর দৃষ্টিপ্রতিবন্ধী, বাকপ্রতিবন্ধী ও অসহায় মানুষের মাঝে রানśা করা খাবার ও বস্ত্র বিতরণ করা হবে।
বাদ মাগবির সিলেটের বিভিন্ন পয়েন্টে প্রধানমন্ত্রীর জীবনীর উপর প্রামাণ্য চিত্র প্রদর্শনী করা হবে।
উক্ত কর্মসুচী গুলোতে জেলা যুবলীগের সকল নেতৃবৃন্দের উপস্থিত ও জেলা আওতাধীন সকল উপজেলা,পৌরসভা,ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দকে যথাযোগ্য মর্যাদায় কর্মসূচীতে পালনের জন্য অনুরোধ করেছেন সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি ও সাধারণ সম্পাদক মো: শামীম আহমদ।