BD SYLHET NEWS
সিলেটবুধবার, ৯ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:২৬
আজকের সর্বশেষ সবখবর

সেতুর নিচে মিলল চালকের মরদেহ, অটোরিকশা ‘গায়েব’


মে ২২, ২০২৩ ১:২৯ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জের করিমগঞ্জে ব্যাটারিচালিত এক অটোচালকের মরদেহ পাওয়া গেছে। সোমবার সকালে করিমগঞ্জ-নিকলী সড়কের নলি সেতুর নিচে তার মরদেহ পাওয়া যায়। তবে খোঁজ মেলেনি তার অটোরিকশাটির। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে হত্যা করে অটোরিকশা নিয়ে পালিয়ে গেছে।

নিহত অটোচালক পার্শ্ববর্তী ইন্দা গ্রামের মতিউর রহমানের ছেলে শরীফ মিয়া (২৫) বলে জানিয়েছেন তার নিকট আত্মীয় বাবুল মিয়া।

তিনি জানান, শরীফ তার নিজের অটো নিয়ে রোববার বিকেলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। আজ সকালে ওই সেতুর নীচে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। তার পরনের শার্টটি রাস্তার ওপরে পড়ে ছিল। খবর পেয়ে স্বজনসহ এলাকার শত শত মানুষ ঘটনাস্থলে ভীড় জমিয়েছেন। তবে পুলিশ না আসা পর্যন্ত কেউ মরদেহের কাছে যাচ্ছেন না। ফলে শরীরের কোথায় আঘাত রয়েছে তা বলা যাচ্ছে না।

খবর পেয়ে করিমগঞ্জ থানার পুলিশ দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছুল আলম সিদ্দিকী।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।