বিডি সিলেট ডেস্ক:: সিলেটের বিশ্বনাথে ডাকাতি মামলার সাতটি ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে বিশ্বনাথ থানা পুলিশের একটি অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মকরম আলী উপজেলার লামাকাজী ইউনিয়নের দুর্লভপুর গ্রামের ইর্শাদ আলীর ছেলে।
থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়- শনিবার (২০ মে) রাতে বিশ্বনাথ এসআই শাহপরান মোল্লা, এসআই বিনয় ভূষণ চক্রবর্তীর নেতৃত্বে তাকে গ্রেফতার করে। মকরম আলীর নামে ডাকাতি মামলার ওয়ারেন্টসহ মোট ৭ টি ওয়ারেন্ট রয়েছে। কৌশলে আন্তজেলার এই ‘দুর্ধর্ষ ডাকাত সর্দার’ দীর্ঘদিন যাবত গ্রেফতার এড়াতে পালিয়ে বেড়াচ্ছিলেন।
কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।