মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ১০:৪৬ অপরাহ্ন
বিডি সিলেট :: অনেক জল্পনা কল্পনা শেষে এবার সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হবেন না বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী। তার দল বিএনপি এবারের নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণা দিয়েছে। তবে এতদিন জানা গেছে মেয়র আরিফুল হক চৌধুরী নাগরিক সমাজের ব্যানারে স্বতন্ত্র প্রার্থী হতে পারেন বলে শুরু থেকেই এ গুঞ্জন রয়েছে। অনেকেই অপেক্ষা করেছিলেন তিনি হয়তো শেষ পর্যন্ত নির্বাচনে আসবেন। অবশেষে তিনি দলের সিদ্ধান্ত মেনে নিলেন।
এ ব্যাপারে আজ শনিবার (২০ মে) সিলেট রেজিস্ট্রারি মাঠে একটি সমাবেশে প্রকাশ্য তিনি আনুষ্ঠানিক ভাবে এ ঘোষণা দেন।
এদিকে, সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিচ্ছে না বিএনপি। দলীয় নেতাকর্মীদের নির্বাচনে অংশ না নিতে দলের পক্ষ থেকে কঠোর বার্তা দেওয়া হয়েছে। ইতিমধ্যে গাজীপুর সিটি নির্বাচনে অংশগ্রহণ করায় ২৯ জন বিএনপি নেতাকে আজীবন দল থেকে বহিষ্কার করা হয়েছে। কিন্তু সিলেটে দলের এমন নির্দেশনা খুব একটা আমলে নিচ্ছেন না বিএনপির নেতাকর্মীরা। বিশেষত কাউন্সিলর পদে সিলেট সিটি করপোরেশনের সাধারণ ৪২টি ও সংরক্ষিত ১৪টি ওয়ার্ডে বিএনপির শতাধিক নেতাকর্মী প্রার্থী হতে তৎপরতা চালাচ্ছেন। তবে সিলেট সিটি কর্পোরেশনের ৪ নং ওয়ার্ডে (বিএনপির সমর্থিত) বর্তমান কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণ না করার ঘোষণা দিয়েছেন।