বুধবার, ০৩ মার্চ ২০২১, ০৫:০৪ পূর্বাহ্ন
জকিগঞ্জ প্রতিনিধি::জকিগঞ্জের ইছামতি দারুল উলূম কামিল মাদ্রাসার ফাজিল ১ম বর্ষের ছাত্র ও হবিবিয়া ছাত্র সংসদের সাধারণ সম্পাদক সুহেল আহমদ লেগুনার ধাক্কায় গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।
জানা যায়, বুধবার সকালে বাল্লাহ গ্রামে কোচিং শেষে কালিগঞ্জ বাজারে ফেরার পথে বাল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আটগ্রাম থেকে ছেড়ে আসা বেপরোয়া গতির লেগুনা নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে ধাক্কা দেয় সুহেলকে। এতে গুরুতর আহত হন সুহেল। তাঁর মাথা, বুক, পাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। তাৎক্ষণিক জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে সিলেট এম এ জি ওসমানী মেডিকেলে প্রেরণ করা হয়।
এদিকে দুপুর ১টায় বিক্ষুব্ধ ছাত্ররা কালিগঞ্জ বাজারে সড়কে গাছ ফেলে প্রতিবাদ করে। এ সময় শতাধিক যানবাহন আটকা পড়লে স্থানীয় বাজার কমিটি ও লেগুনার চালক-মালিক নেতৃবৃন্দ অভিযুক্ত চালকের যথাযথ শাস্তির আশ্বাস দিলে গাড়ি চলাচল স্বাভাবিক হয়। এ ব্যাপারে ইছামতি কামিল মাদ্রাসার হবিবিয়া ছাত্র সংসদের ভি.পি. আকবর হোসেন চৌধুরী জানান- চালকের বেপরোয়া গতি এই দুর্ঘটনার জন্য দায়ী। অনতিবিলম্বে দোষী চালকের কঠোর শাস্তি দাবি করেন তিনি।