শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১, ০৩:২২ পূর্বাহ্ন
ছাতক প্রতিনিধি::ছাতকের উত্তর খুরমা ইউনিয়নের নয়া মৈশাপুর গ্রামের বাহারাম খাঁনের ছেলে নিজাম উদ্দীনের দুটি গরু চুরি করে নিয়েছে সংঘবদ্ধ চোরেরা। সোমবার রাতে পাশ্ববর্তী বাড়ির ছমির উদ্দীন মনাশাহ গোয়াল ঘরের দরজার তালা ভেঙ্গে চোরেরা ৭০ হাজার টাকা মূল্যের দু’টি গরু নিয়ে যায়। এ ঘটনায় মৈশাপুর গ্রামে চোর অাতঙ্ক দেখা দিয়েছে।
জানা যায়, গ্রামের বাহারাম খাঁনের ছেলে, মৈশাপুর বাজারের ব্যবসায়ী নিজাম উদ্দীন খাঁন ২০১৫ সালে দুটি গরু ক্রয় করে পার্শবর্তী বাড়ির কৃষক কালা মিয়ার ছেলে ছমির উদ্দীন মনাশাহ কাছে লালন পালনের জন্য দেন। সোমবার রাতের খাবার খেয়ে কৃষক ছমির উদ্দীন মনাশাহ ও তার পরিবারের লোকজন ঘুমিয়ে পড়লে পরদিন সকালে ঘুম থেকে উটে দেখেন গোয়াল ঘরে থাকা গরু দুটি নেই। সঙ্গবদ্ধ চোরেরা গোয়াল ঘরের দরজার তালা ভেঙ্গে গরু দু’টি নিয়ে গেছে।