BD SYLHET NEWS
সিলেটশনিবার, ২৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:১৯
আজকের সর্বশেষ সবখবর

তীব্র তাপদাহের পর সিলেটে স্বস্তির বৃষ্টি


মে ১৬, ২০২৩ ৮:৩৯ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট : দুইদিন তাপপ্রবাহের পর অবশেষে সিলেটে স্বস্তির বৃষ্টির দেখা মিলেছে। গরমের কারণে হাঁসফাঁস করছিলেন সিলেট মহানগরবাসী। এর মধ্যে বৃষ্টিতে স্বস্তি ফিরল সিলেটে।

মঙ্গলবার বিকাল ৪টা ১৫ মিনিট থেকে জেলার বিভিন্ন জায়গায় দমকা হাওয়া সহ বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টির কারণে ভ্যাপসা গরম থেকে শীতল হাওয়ায় স্বস্তি মিলছে মহানগরবাসীর। বিকাল পৌনে ৫টায় এ রিপোর্ট লেখা পযর্ন্ত জেলার বিভিন্ন উপজেলায় ঝোড়ো হাওয়া, বজ্রসহ বৃষ্টি হচ্ছিল।

এর আগে মঙ্গলবার (১৬ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে সিলেট সহ দেশের সব বিভাগে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।