শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০৯:৫২ অপরাহ্ন
বিনোদন ডেস্ক :: ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা রাম চরণ। ব্যক্তিগত জীবনে উপাসনার সঙ্গে ঘর বেঁধেছেন ‘মাগাধীরা’খ্যাত এই অভিনেতা। উপাসনাকে নিয়ে অশালীন মন্তব্য করায় রাম চরণের ভক্তরা এক যুবককে মারধর করেছেন। এ মুহূর্তের একটি ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, যে ব্যক্তিকে মারধর করা হয়েছে তার নাম সুনিসিথ। সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলের অনুষ্ঠানে রাম চরণ ও তার স্ত্রী উপাসনাকে নিয়ে অশালীন মন্তব্য করে। আর তারই ফল ভোগ করতে হয় সুনিসিথকে। জানা যায়, সাক্ষাৎকারে সুনিসিথ নামে ওই ব্যক্তি বলেছিলেন, ‘আমি উপাসনার সঙ্গে লং ড্রাইভে গিয়েছিলাম। ও আমার বান্ধবী। ওর একটি ইলেকট্রিক গাড়ি রয়েছে। আমরা ওই গাড়িতে গোয়া গিয়েছিলাম। রাম চরণও আমার বন্ধু।’
সুনিসিথ নামে ওই ব্যক্তির এমন মন্তব্যের পর চটে যান অনুরাগীরা। শুধু রাম চরণ ও উপাসনা নয়, চিরঞ্জীবীর মেয়ে অর্থাৎ রাম চরণের বোন সুস্মিতার সঙ্গেও লং ড্রাইভে গিয়েছিলেন বলেও দাবি করেন সুনিসিথ।
এ সাক্ষাৎকার প্রকাশ্যে আসার পর থেকেই সুনিসিথের খোঁজ করছিলেন রাম চরণের ৭ ভক্ত। একপর্যায়ে তাকে পাওয়ার পর মারধর শুরু করেন তারা। তারপর সুনিসিথকে তার মন্তব্যের জন্য রাম চরণ ও তার স্ত্রীর কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতেও বলা হয়। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি রাম চরণ।
বিয়ের দশ বছর পর প্রথম সন্তান আসতে চলেছে দক্ষিণী সুপারস্টার রামচরণ ও উপাসনা কেনিদেলার সংসারে। অন্তঃসত্ত্বা উপাসনা। প্রথম সন্তান আসার অপেক্ষায় দিন গুনছেন এই তারকা দম্পতি।