বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৭:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম ::
সিলেটে তৃণমূল বিএনপির ১৮ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ শিক্ষাক্রম নিয়ে ফেসবুকে সমালোচনা, ৪ শিক্ষক গ্রেফতার জামালগঞ্জে নিষিদ্ধ জাল পুড়ালো উপজেলা প্রশাসন সিলেটে মাদক মামলায় তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন: শফিক চৌধুরী লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৪৩ বাংলাদেশি সুনামগঞ্জে স্ত্রীকে খুনের দায়ে স্বামীর মৃত্যুদণ্ড আ. লীগ আবারও বিজয়ী হয়ে সরকার গঠন করবে: আশাবাদী পররাষ্ট্রমন্ত্রী বুধ ও বৃহস্পতিবার অবরোধ, হরতাল সফলে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল সিলেটে বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষাবৃত্তি চেক বিতরণ সম্পন্ন শ্রী শ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশন সিলেট বিভাগের উদ্যোগে শুভ নবান্ন উৎসব ১লা ডিসেম্বর হবিগঞ্জে চলন্ত ট্রাকে আগুন দিলো দুর্বৃত্তরা সুনামগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হবেন সেলিম আহমেদ মোমেনের সঙ্গে প্রার্থী হচ্ছেন মিসবাহ দুই ম্যাচের দায়িত্ব পেয়ে ‘ধোনি’র মতো অধিনায়ক হতে চান শান্ত




বাংলাদেশের সিরিজ জয়

FB IMG 1684089779484 - BD Sylhet News




স্পোর্টস ডেস্ক:: ২৭৫ রানের লক্ষ্যে আয়ারল্যান্ড ৫০ ওভারে আটকে গেছে ৯ উইকেটে ২৭১ রানেই।  প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার পর ৪ রানের রোমাঞ্চকর জয়ে ২-০ ব্যবধানে বিশ্বকাপ সুপার লিগের শেষ সিরিজটিও জিতে নিয়েছে বাংলাদেশ।

সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে আগে ব্যাটিং নামে তামিম ইকবালের দল। আগে ব্যাট করতে নেমে ২৭৪ রানে অলআউট হয় টাইগাররা। লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই স্টিভেন ডোহেনিকে হারানোর পর দারুণ জুটি গড়েছেন পল স্টার্লিং ও অ্যান্ড্রু বালবার্নি। তবে টাইগারদের আগ্রসী বোলিংয়ে দ্রুত এ দুই জনকে হারিয়ে চাপে পরে আইরিশরা।

২৭৪ রানের পুঁজি নিয়ে নিয়ন্ত্রিত বোলিং শুরু করে টাইগাররা। আয়ারল্যান্ডের ব্যাটারদের কঠিন পরীক্ষা নিতে থাকে। প্রথম ৫ ওভারে কোনো বাউন্ডারি মারতে পারেনি আইরিশ ব্যাটাররা। লেগ বাই থেকে এসেছে শুধু একটি চার। তবে শুরু থেকে আঁটসাঁট বোল করা মুস্তাফিজ- সাফল্য পেলেন ইনিংসের ষষ্ঠ ওভারে।

তার করা ওই ওভারের দ্বিতীয় বলে  অফ স্টাম্পের বাইরের বল ড্রাইভ করতে গিয়ে দ্বিতীয় স্লিপে থাকা লিটন দাসের হাতে ক্যাচ দেন ডোহেনি। ১৬ বলে করেন ৪ রান আয়ারল্যান্ডের ওপেনার। ফলে ১৭ রানে ভাঙল উদ্বোধনী জুটি।

এরপর ক্রিজে আসেন অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি। তাকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেন পল স্টার্লিং। টাইগার বোলারদের সুযোগ না দিয়ে রানের গতি বাড়াতে থাকেন এই দুই ব্যাটার। সাবলীল ব্যাটিংয়ে ৫৮ বলে অর্ধশতক পূরণ করেন স্টার্লিং। স্টার্লিংয়ের পর ৭১ বলে ফিফটি পূরণ করেন বালবির্নি।

তবে বালবির্নি অর্ধশতক করে বেশিক্ষণ থিতু হতে পারেনি উইকেটে। দলীয় ১২৬ রানে ইবাদতের বলে আউট হয়ে সাজঘরে ফেরেন এই আইরিশ অধিনায়ক। ৭৮ বলে করেন ৫৩ রান। এরপর উইকেটে বেশিক্ষন থাকতে পারেনি বালবির্নিকে সঙ্গ দেওয়া স্টার্লিংও। তৃতীয় জুটিতে ২০ রান তুলতেই-দলীয় ১৪৬ রানে ফেরেন এই ব্যাটার। ৭৩ বলে করেন ৬০ রান।

শেয়ার করুন...











বিডি সিলেট নিউজ মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৩
Design & Developed BY Cloud Service BD