বুধবার, ০৩ মার্চ ২০২১, ১১:১৯ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন একতা রক্তদান সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকাল ৪:৩০ ঘটিকায় বড়লেখা পৌর শহরের একটি মিলনায়তনে মাসুম আহমদের সভাপতিত্বে ও ফরহাদুল ইসলামের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সংস্থার সহ:সভাপতি এমদাদ হোসেন এবং সাংগঠনিক সম্পাদক ইয়াহিয়া বিন এনাম।
উক্ত সংবর্ধনা ও আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংস্থার উপদেষ্টা ব্যবসায়ী জমির উদ্দিন, তাহমীদ ইশাদ রিপন, নিসচা বড়লেখা উপজেলার যুগ্ম আহবায়ক মার্জানুল ইসলাম মার্জান, লেখক মারুফ সুমন প্রমূখ।
এসময় আরোও উপস্থিত ছিলেন, অর্থ সম্পাদক আহসান হাবীব, প্রচার সম্পাদক তারেক আহমদ, তথ্য প্রযুক্তি সম্পাদক আব্দুল আলি, সহ তথ্য প্রযুক্তি সম্পাদক শাহেদ আহমদ সহ সংগঠনের সকল সদস্যবৃন্দ।
উল্লেখ্যঃ চলমান করোনাকালীন সময়ে একতা রক্তদান সংস্থা’র কার্যক্রমে বিশেষ অবদান রাখায় সংস্থার উপদেষ্টা সংঘটক তাহমীদ ইশাদ রিপন, সভাপতি মাসুম আহমদ, সহ-সভাপতি এমদাদ হোসেন ও সহ তথ্য প্রযুক্তি সম্পাদক শাহেদ আহমদ’কে সংস্থার পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।
এছাড়া আরোও যানা যায়, সংস্থার যেসকল সদস্যবৃন্দ এই মহামারি সময়ে সার্বক্ষণিক সংস্থার পাশে থেকে বিশেষ অবদান রেখে চলছেন এবং এই করোনাকালিন সময়েও নির্ভীক যোদ্ধা হিসাবে রক্তদানে সক্রিয় ছিলেন তাদের’কেও ধাপে ধাপে সংবর্ধনা প্রদান করার পরিকল্পনা করছে একতা রক্তদান সংস্থা।