শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১, ০৩:২৩ পূর্বাহ্ন
রাশেদ আলম রাজ্জাক(গোয়াইনঘাট প্রতিনিধি) :-জৈন্তাপুরে ১৯ বিজিবি’র পৃথক অভিযানে অবৈধ পথে আসা ভারতীয় ছোট-বড় ৪৭টি গরু ও ৯টি মহিষ আটক করেছে জৈন্তাপুর বিজিবি ক্যাম্পের সৈনিক’রা।
বিজিবি সূত্রে জানা যায়, বেশ কয়েক জন চোরাকারবারী ভারত থেকে চোরাই পথে গরু- মহিষ নিয়ে নদী পার হয়ে বাংলাদেশে নিয়ে আসছে এমন সংবাদ পাওয়ার সাথে সাথে বিজিবির টহল টিম ১৯ সেপ্টেম্বর শনিবার ভোর ৫টা হতে সকাল সাড়ে ১২ টা পর্যন্ত উপজেলার টিপরাখলা, গৌরিশংকর ও গোয়াবাড়ী এলাকায় ১৯ বিজিবি জৈন্তাপুর ক্যাম্পের ক্যাম্প কামান্ডার সুবেদার রফিকুল ইসলাম এর নেতৃত্বে পৃথক পৃথক অভিযান পরিচালনা করে, চোরাকারবারীরা বিজিবির অবস্থান জানতে পেরে গরু- মহিষগুলো রেখে পালিয়ে যায়, এ সময় পরিত্যাক্ত অবস্থায় দড়ি দিয়ে বাধা গরু মহিষ গুলো আটক করে জৈন্তাপুর ক্যাম্পে নিয়ে আসা হয়। পরবর্তীতে তামাবিল কাষ্টম কর্মকর্তার উপস্থিতিতে জৈন্তাপুর ক্যাম্পে নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। এ ব্যাপারে সিলেট ১৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মো: রফিকুল ইসলাম, পিএসসি গরু মহিষ আটকের বিষয়টি নিশ্চিত করে প্রতিবেদককে জানান, ভোরে আমার কাছে একটি সংবাদ আসে বেশকয়েকজন চোরাকারবারি অবৈধ পথে ভারত থেকে গরু মহিষ নিয়ে বাংলাদেশে নিয়ে আসছে এমন সংবাদের সাথে সাথে জৈন্তাপুর বিজিবি ক্যাম্প কামান্ডারকে অবহিত করি এবং বিজিবি সদস্যরা পৃথক অভিযান পরিচালনা করে ৪৭টি গরু ও ৯টি মহিষ আটক করতে সক্ষম হয়। লেঃ কর্ণেল রফিকুল ইসলাম আরো জানান,উনাদের অভিযান বর্তমানের ন্যায় আগামীতে অব্যাহত থাকবে।