বৃহস্পতিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৩, ০৫:৩১ পূর্বাহ্ন
স্পোর্টস ডেস্ক : কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবলে আজ ছিল গ্রুপ পর্বের শেষ দিন। নক আউট ভিত্তিক গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচ জিতে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বাংলা ট্রিবিউন, জাগো নিউজ, চ্যানেল আই, কালবেলা, আরটিভি, ডেইলি স্টার, বৈশাখী টিভি ও ডিবিসি।
ইন্ডিপেনডেন্ট টিভি ও আরটিভির মধ্যকার দিনের শেষ ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। নির্ধারিত সময়ে ম্যাচটি ১-১ গোলে ড্র ছিল। টাইব্রেকারে দু’টি সেভ করে আরটিভির শরীয়ত খান দলকে কোয়ার্টারে তুলে ম্যাচ সেরা হয়েছেন। ঢাকা পোস্ট আরটিভির বিপক্ষে সাডেন ডেথে হেরেছিল। দিনের আরেকটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে চ্যানেল আই ২-১ গোলে টি স্পোর্টসকে হারায়। চ্যানেল আইয়ের মিলন মল্লিক সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
বাংলা ট্রিবিউন ২-০ গোলে সময়ের আলোকে, একই ব্যবধানে ডিবিসি ঢাকা ট্রিবিউনকে, বৈশাখী টিভি জনকন্ঠকে পরাজিত করে টুর্নামেন্টের শেষ আটে উঠে। কালবেলা ও ডেইলি স্টার ১-০ গোলে যথাক্রমে দৈনিক সমকাল এবং এটিএন বাংলাকে হারায়। দিনের সবচেয়ে বড় জয় পেয়েছে জাগোনিউজ। দৈনিক যুগান্তরকে তারা ৩-০ গোলে হারিয়েছে। আগামীকাল চারটি কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে।
জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি, আরেক সাবেক অধিনায়ক গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্য্য, বিশিষ্ট সংগঠক শেখ মারুফ হাসান সহ বিশিষ্ট সাংবাদিকরা ম্যাচ সেরার পুরস্কার প্রদান করেন।