বৃহস্পতিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৩, ০৫:২১ পূর্বাহ্ন
বিডিসিলেট ডটকম : প্রথমবারের মতো ছয়টি অনুষদের ২৭ জন শিক্ষার্থীকে ডিন’স অ্যাওয়ার্ড প্রদান করেছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রশাসন।
সোমবার (১৬ জানুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত ডিন’স অ্যাওয়ার্ড-২০২০ অনুষ্ঠানে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
অনুষ্ঠানে ডিন’স অ্যাওয়ার্ড-২০২০ পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদারের সভাপতিত্বে ও পলিটিক্যাল স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জায়েদা শারমিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
এ সময় অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে উপাচার্য বলেন, আমরা এ বছর শিক্ষার্থীদের প্রথম ডিন’স অ্যাওয়ার্ড প্রদান করেছি। ছয়টি অনুষদের প্রতিটি বিভাগের শিক্ষার্থীকে এবারের ডিন’স অ্যাওয়ার্ড প্রদানের ব্যবস্থা করায় ডিনদের ধন্যবাদ জানাচ্ছি।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষার্থী আছে যারা কোর্স ও সেমিস্টার ড্রপ দেয়। এটা শিক্ষার্থীদের বৈশিষ্ট্য হতে পারে না। তবে যারা কোর্স ও সেমিস্টার ড্রপ না দিয়ে সর্বোচ্চ ফলাফল পেয়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন, তাদেরকে সম্মানিত করার লক্ষ্যেই আজ এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের ডিনবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, কৃতি শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।