বুধবার, ২০ জানুয়ারী ২০২১, ০৩:৫৪ পূর্বাহ্ন
বিডি সিলেট নিউজ ডটকম:: সিলেট সদর উপজেলার স্পোর্টস একাডেমির সভাপতি, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা ইকলাল আহমদের পিতা মো. আনিছুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )।
মঙ্গলবার বিকাল ৫টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় নগরের মাউন্ট এডোরা হসপিটালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
এদিকে রাত ১০টার মরহুমের জানাযা সম্পন্ন হয়। এতে বিভিন্ন রাজনৈতিক, সুশীল সমাজ, এলাকার বিশিষ্ট মুরব্বী সহ শত শত মুসল্লিরা মরহুমের জানাযায় অংশ নেন। জানাযা শেষে মরহুমের জন্য মহান রাব্বুল আল আমিন দরবারের তাকে জান্নাত দান করার জন্য দোয়া করেন।
উল্লেখ্য, নিউমনিয়াজনিত কারনে গত ২ সেপ্টেম্বর থেকে তিনি ঐ হসপিটালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় গত ৩ সেপ্টেম্বর কোডিভ-১৯ টেস্ট করানো হলে ফলাফল নেগেটিভ আসে। তার অবস্থা অবনতির হওয়ায় গত কয়েকদিন থেকে তাকে আউসিইউতে স্থানান্তর করা হয়। বিজ্ঞপ্তি